চুম্বনকে এড়িয়ে গেলো আরবী পত্রিকাগুলো
৩০ এপ্রিল ২০১১তবে রাজকীয় এই বিয়ের নানা আয়োজনের খবর উঠে আসলেও পত্রিকাগুলো এড়িয়ে গিয়েছে প্রিন্স উইলিয়াম এবং তাঁর নববধূ কেট মিডলটনের চুম্বনের বিশেষ মুহূর্তটি৷ আবার এমনটিও দেখা গেছে প্রথম বা শেষ পাতায় নয়, বিয়ের খবরটিকে তেমন গুরুত্ব না দিয়ে ছাপানো হয়েছে অন্য কোনো পাতায়৷
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের পত্রিকা আল-খালিজ৷ এই পত্রিকার প্রথম পাতায় জায়গা পায়নি রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা৷ তার বদলে এর জায়গা হয়েছে পত্রিকাটির ৩৬ নম্বর পাতায়৷ যেখানে ভেনিসের দুর্দশা এবং বন্যা নিয়ন্ত্রণের একটি প্রতিবেদনের সঙ্গে স্থান পেয়েছে কেট এবং উইলিয়ামের বিয়ের খবর৷
অপরদিকে, দুবাই ভিত্তিক আরবি ভাষার পত্রিকা আল-বায়ান৷ পত্রিকাটির প্রথম পাতায় রীতিমতো পোস্টকার্ড আকারে নবদম্পতির বিয়ের ছবি দেওয়া হয়েছে৷ এবং বেশ গুরুত্ব দিয়ে এবং বিশাল জায়গা জুড়ে স্থান পেয়েছে বিয়ের খবর৷ কিন্তু যে চুম্বনে কেট এবং উইলিয়ামের গভীর ভালোবাসার ছোঁয়া খুঁজে পেলেন বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরা, সেই চুম্বনের কথা সেখানে অনুপস্থিত৷
সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক পত্রিকাগুলোতে বেশ ঘটা করে এবং বড় বড় ছবি দিয়ে ছাপানো হয়েছে বিয়ের খবর৷ তবে বিয়ে নিয়ে জনগণের আনন্দ উৎসবের খবর জায়গা পেয়েছে ভেতরের পাতাগুলোতে৷ যদিও সংযুক্ত আরব আমিরাতকে রক্ষণশীল সৌদি আরব এবং প্রতিবেশী অন্যান্য দেশগুলোর তুলনায় অনেকটা উদার হিসেবেই মনে করা হয়৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: রিয়াজুল ইসলাম