1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুম্বনকে এড়িয়ে গেলো আরবী পত্রিকাগুলো

৩০ এপ্রিল ২০১১

শুক্রবার ব্রিটিশ রাজ পরিবারের বিয়ে যে কেবল ইংরেজি ভাষাভাষি দেশগুলোর সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পেয়েছে তা নয়৷ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু সংবাদপত্রের প্রথম পাতায়ও জায়গা করে নিয়েছে এই খবরটি৷

https://p.dw.com/p/116oI
গভীর ভালোবাসার চুমুছবি: dapd

তবে রাজকীয় এই বিয়ের নানা আয়োজনের খবর উঠে আসলেও পত্রিকাগুলো এড়িয়ে গিয়েছে প্রিন্স উইলিয়াম এবং তাঁর নববধূ কেট মিডলটনের চুম্বনের বিশেষ মুহূর্তটি৷ আবার এমনটিও দেখা গেছে প্রথম বা শেষ পাতায় নয়, বিয়ের খবরটিকে তেমন গুরুত্ব না দিয়ে ছাপানো হয়েছে অন্য কোনো পাতায়৷

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের পত্রিকা আল-খালিজ৷ এই পত্রিকার প্রথম পাতায় জায়গা পায়নি রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা৷ তার বদলে এর জায়গা হয়েছে পত্রিকাটির ৩৬ নম্বর পাতায়৷ যেখানে ভেনিসের দুর্দশা এবং বন্যা নিয়ন্ত্রণের একটি প্রতিবেদনের সঙ্গে স্থান পেয়েছে কেট এবং উইলিয়ামের বিয়ের খবর৷

Flash-Galerie Kate und William Hochzeit 29.04.2011
প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস মিডলটনছবি: dapd

অপরদিকে, দুবাই ভিত্তিক আরবি ভাষার পত্রিকা আল-বায়ান৷ পত্রিকাটির প্রথম পাতায় রীতিমতো পোস্টকার্ড আকারে নবদম্পতির বিয়ের ছবি দেওয়া হয়েছে৷ এবং বেশ গুরুত্ব দিয়ে এবং বিশাল জায়গা জুড়ে স্থান পেয়েছে বিয়ের খবর৷ কিন্তু যে চুম্বনে কেট এবং উইলিয়ামের গভীর ভালোবাসার ছোঁয়া খুঁজে পেলেন বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরা, সেই চুম্বনের কথা সেখানে অনুপস্থিত৷

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক পত্রিকাগুলোতে বেশ ঘটা করে এবং বড় বড় ছবি দিয়ে ছাপানো হয়েছে বিয়ের খবর৷ তবে বিয়ে নিয়ে জনগণের আনন্দ উৎসবের খবর জায়গা পেয়েছে ভেতরের পাতাগুলোতে৷ যদিও সংযুক্ত আরব আমিরাতকে রক্ষণশীল সৌদি আরব এবং প্রতিবেশী অন্যান্য দেশগুলোর তুলনায় অনেকটা উদার হিসেবেই মনে করা হয়৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান