ফেসবুকে নেই কেট মিডলটন!
৩০ এপ্রিল ২০১১প্রিন্স উইলিয়াম-এর কেট মিডলটনকে খুঁজতে গিয়ে খোদ ফেসবুক কর্তৃপক্ষই কিন্তু তালগোল পাকিয়েছে৷ কমপক্ষে তিন কেট মিডলটনের ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে বরখাস্ত করেছিল ফেসবুক৷ তাদের প্রত্যেককে প্রমাণ করতে হয়েছে, তাঁরা আসলে উইলিয়াম এর স্ত্রী কেট নন৷ এদেরই একজন বস্টনের বাসিন্দা কেট মিডলটন৷ জানুয়ারী মাসে তিনি ফেসবুকে লগ ইন করতে গিয়ে টের পেলেন তাঁর অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে৷ অতঃপর ফেসবুকের সঙ্গে যোগাযোগ এবং প্রমাণ করা তিনি বস্টনের বাসিন্দা৷
একই অভিজ্ঞতা হয়েছে ব্রিটেনের আরেক কেট মিডলটন এর৷ তাঁর অ্যাকাউন্টও সাময়িকভাবে সাসপেন্ড করেছিল ফেসবুক কর্তৃপক্ষ৷ ফেসবুকের কালো তালিকায় পড়া তৃতীয় কেট মিডলটন আবার অস্ট্রেলিয়ার বাসিন্দা৷
ফেসবুক যতই চালাক হোক, সেখানে কিন্তু কেট মিডলটন নামে কিংবা তিনি সম্পর্কিত ফেসবুক পাতার অভাব নেই৷ কেট এর নামে একটি পাতাতে ভক্তের সংখ্যা সোয়া দু'লাখ৷ এই পাতায় যার যা ইচ্ছা তাই পোস্ট করতে পারেন৷ ফলে, সহজেই অনুমেয় এটি আসল কেট মিডলটন এর আনুষ্ঠানিক ফেসবুক ঠিকানা নয় কিছুতেই৷
ফেসবুকে খুঁজলে কেট এর নামে পাতা আছে শতাধিক৷ এসব পাতায় ভক্তের সংখ্যা ছয়জন থেকে সোয়া দু'লাখ পর্যন্ত৷ কিন্তু ব্রিটিশ গণমাধ্যমের কথা ধরলে, এগুলোর কোনটাই উইলিয়াম এর সহধর্মিণীর আনুষ্ঠানিক পাতা নয়৷ মোটের উপর কেট মিডলটন নাকি ফেসবুকই ব্যবহার করেন না৷ সুতরাং ফেসবুকে কেট-কে খোঁজা বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সাগর সরওয়ার