1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-চীন সম্পর্ক

৩ সেপ্টেম্বর ২০১২

৮ বছর পর চীনের প্রতিরক্ষামন্ত্রী ৪ দিনের ভারত সফর শুরু করেছেন৷ এই ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দিল্লির পর্যবেক্ষক মহল – বিশেষ করে চীনের রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের সন্ধিক্ষণে৷

https://p.dw.com/p/162fA
ছবি: Getty Images

চীনের রাজনৈতিক নেতৃত্বের পালাবদল, দক্ষিণ চীন সমুদ্র নিয়ে বিরোধ এবং দিল্লি-বেইজিং সীমান্ত বিরোধ এবং দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েন ইত্যাদির প্রেক্ষাপটে  ভারতের সঙ্গে আস্থার ঘাটতি পূরণে চীন যে আগ্রহী, সেই বার্তা নিয়েই ভারত সফরে এসেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়ালিং৷ সঙ্গে এসেছেন ২৩ সদস্যের এক প্রতিনিধিদল, যার মধ্যে আছেন ভারতের সীমান্ত সংলগ্ন তিব্বত এলাকার গণমুক্তি ফৌজের কমান্ডার৷ তবে জানা গেছে সীমান্ত বিরোধ তাঁর আলোচ্যসূচিতে নেই৷

তবে ভারত-চীন সীমান্ত সংঘর্ষের ৫০ বছর পূর্তির আবহে, এই সফরের প্রাথমিক লক্ষ্য দু'দেশের মধ্যে সামরিক সফর বিনিময় এবং পারস্পরিক ফৌজি আদান প্রদান৷ উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি বেজিং-এ ভারতীয় রাষ্ট্রদূত এবং সামরিক প্রতিনিধিদলকে তিব্বতে লাসা সফরের অনুমতি দেয় চীন৷

Indisch-Chinesische Grenze Grenzpass
নাথু-লা গিরিপথ সীমান্তে দুই দেশের সামরিক কর্মকর্তার কুশল বিনিময়ছবি: Getty Images

আসার পথে তিনি যাত্রা বিরতি করেন শ্রীলঙ্কায়৷ অর্থনৈতিক অবকাঠামো এবং সামরিক নির্মাণের দ্বারা পাকিস্তান থেকে মালদ্বীপ ও শ্রীলঙ্কা হয়ে ভারতকে চারদিক থেকে ঘিরে রাখার যে কৌশল নীতি অবলম্বন করে চলেছে চীন, তাতে ভারত স্বভাবতই চিন্তিত৷ সে কথায় আমল না দিয়ে চীনা প্রতিরক্ষামন্ত্রী  বলেন, চীন দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সামরিক সহযোগিতায় বিশ্বাসী৷

এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্য মজুমদার ডয়চে ভেলেকে বললেন, ‘‘চীন ভারতকে ঘিরে ফেললো বা ভারত চীনকে ঘিরে ফেললো এই ধরণের কথাবার্তা তো হতেই পারে৷ নিজস্ব প্রতিরক্ষার স্বার্থে বিভিন্ন দেশ তাদের স্ট্র্যাটিজি তৈরি করবে৷''

ভারত-চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য দ্রুত বাড়ছে৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতে ঘনিষ্ঠতায় চীন চিন্তিত হলেও অধ্যাপক মজুমদার মনে করেন বিশ্বের আর্থিক পরিস্থিতি কোনভাবেই ক্ষুণ্ণ হতে দেবেনা উভয় দেশ৷ ‘‘একটা সুস্থ সম্পর্ক বজায় রাখবে, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্প্রসারণের সঙ্গে সামরিক সহযোগিতার মত আস্থাবর্ধক পদক্ষেপ নেয়া হলে সেটাই হবে বিচক্ষণতার কাজ৷''

চীনা প্রতিরক্ষামন্ত্রী সফরের প্রতিবাদে তিব্বত ইস্যুতে বিক্ষোভ দেখায় ভারতে বসবাসরত তিব্বতিরা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য