অবাধ স্বাধীনতা দাবি
১৩ জুলাই ২০১২উত্তপ্ত কূটনৈতিক টানাপোড়েনের দরুণ দক্ষিণ চীন সমুদ্র ইস্যুতে ১০টি দেশের আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক শেষে কোন যৌথ বিবৃতি প্রকাশ করা যায়নি৷ কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ান দেশগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা ইস্তেহার চূড়ান্ত করতে পারেন নি৷
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ গোটা দক্ষিণ চীন সমুদ্রের ওপর অধিকার কায়েম করার চেষ্টা করছে চীন৷ ঐ এলাকায় ভিয়েতনাম ও ফিলিপাইনও তাদের অধিকার দাবি করেছে৷ ভিয়েতনাম বলেছে, জাতিসংঘের নিয়মবিধি অনুযায়ী দ: চীন সমুদ্রের আংশিক ভিয়েতনামের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়ে৷
এই উত্তপ্ত পরিস্থিতি এড়াতে ভারত এর শান্তিপূর্ণ মীমাংসার কথা বলেছে৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা আসিয়ান ফোরামে ভারতের বক্তব্য তুলে ধরে বলেছেন, আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে দক্ষিণ চীন সমুদ্রে সব দেশের জাহাজ চলাচল এবং প্রাকৃতিক সম্পদ আহরণের অবাধ স্বাধীনতা ভারত সমর্থন করে৷ আশা করা যায়, দক্ষিণ চীন সাগর সংক্রান্ত ২০০২ সালের ঘোষণাপত্রের নির্দেশিকা রূপায়ণ করা সম্ভব হবে৷
চীন অবশ্য আন্তর্জাতিক বিধিনিয়ম অনুযায়ী বিরোধ নিষ্পত্তির বদলে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে আলোচনা চায়৷ আসিয়ান দেশগুলি চায় বহুপাক্ষিক আলোচনা৷
ভারত বলেছে, পূর্ব আফ্রিকার উপকূল থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত গোটা ভারত মহাসাগরীয় এলাকা ভারতের ব্যবসা-বাণিজ্য, জ্বালানি শক্তি ও জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ৷ ভারতের রপ্তানির ৫০ ভাগ হয় শুধুমাত্র দক্ষিণ চীন সমুদ্র দিয়ে৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: জাহিদুল হক