1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৮ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুধবার ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ২ জন শিবির কর্মী নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে৷

https://p.dw.com/p/13zGI
ছবি: DW

প্রত্যক্ষদর্শী এবং বিশ্ববিদ্যালয় সূত্র জানায় সকালে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা নবীন বরণে তাদের প্রচারপত্র বিলির সময় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়৷ এরপর শিবির কর্মীরা ছাত্রলীগের কয়েকজন কর্মীকে ধরে নিয়ে মারপিট করে৷ তার জের ধরে দুপুরে আবার সংঘর্ষ হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিবির কর্মী মুজাহিদ এবং মাসুদ নিহত হন৷ সংঘর্ষে উভয় সংগঠনের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন৷ঘটনার পর পরই পুলিশ ১০ জন শিবির কর্মীকে আটক করে৷

Proteste gegen Gebühren in Schulen in Bangladesh
প্রতিবাদরত বাংলাদেশের ছাত্র-ছাত্রীরাছবি: DW

এই ঘটনার পর বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং হল বন্ধ ঘোষণা করেছে৷ ছাত্রদের অবিলম্বে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে৷ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে৷ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য