মোটর রেসিং
২৪ মার্চ ২০১২শনিবার ফর্মুলা ওয়ান মোটর দৌড়ের মালয়েশিয়ান সংস্করণের বাছাই পর্বে হ্যামিল্টন টানা দ্বিতীয়বার প্রথম হলেন৷ সপ্তাহ খানেক আগে অস্ট্রেলিয়াতেও তিনি শীর্ষস্থান দখল করেছিলেন৷ তবে মূল পর্বে গিয়ে তিনি হয়েছিলেন তৃতীয়৷ আর ম্যাকলারেন দলে হ্যামিল্টনের সঙ্গী বাটন চূড়ান্ত বিজয় অর্জন করেন৷
এদিকে কোয়ালিফাইং'এ আবারও চমক দেখালেন সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মিশায়েল শুমাখার৷ তিনি তাঁর মার্সিডিজ গাড়িটি নিয়ে হয়েছেন তৃতীয়৷ অস্ট্রেলিয়ায় তিনি ছিলেন চতুর্থ স্থানে৷
গাড়িদৌড়ে জার্মানির আরেক তারকা এবং গত দুবারের বিশ্বচ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ফেটেল হয়েছেন ষষ্ঠ৷ অস্ট্রেলিয়াতেও তিনি একই স্থানে থেকে বাছাই পর্ব শেষ করেছিলেন৷ পরে মূল দৌড়ে গিয়ে তিনি দ্বিতীয় হন৷ অবশ্য গত দুবারের চ্যাম্পিয়ন যিনি তাঁর পক্ষে দ্বিতীয় হওয়াটাও একটা পরাজয়ই বটে৷ মরসুম শুরুর আগে অনেকেই বলাবলি করছিলেন, এবারও হয়তো ফেটেলই সেরা হবেন৷ ফলে ফর্মুলা ওয়ানের মজাটাই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন কেউ কেউ৷ বছরের প্রথম গ্রঁ প্রি'তে অবশ্য সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি৷ দ্বিতীয় খেলার বাছাইতেও ফেটেলের এমন অবস্থান বলে দিচ্ছে পুরো বছরটা হয়তো চমকেই কাটবে৷
এবার ফর্মুলা ওয়ানে মোট ২০টি রেস হবে৷ যার শেষটি হবে ব্রাজিলের সাও পাওলো'তে, নভেম্বরের ২৩ থেকে ২৫ তারিখ৷ আর মালয়েশিয়ার পর চীনের সাংহাই'তে এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখে বসবে গাড়িদৌড়ের পরবর্তী আসর৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী