1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুমাখার না ফেটেল

২৪ ফেব্রুয়ারি ২০১২

ফর্মুলা ওয়ান মোটর রেসিং’এর ‘সুপ্রিমো’ বার্নি একেলস্টোন বলেছেন, মাইকেল শুমাখার এ’মরশুমে মার্সিডিজ’এ ভালোই করবেন৷ কিন্তু শুমাখার’ও রেড বুল’এ বসলেই আদর্শ হতো৷

https://p.dw.com/p/149Qe
ছবি: picture alliance/HOCH ZWEI

ফর্মুলা ওয়ান জমিয়ে তোলার ব্যাপারে ৮১ বছর বয়সী একেলস্টোন যা বোঝেন এবং যতোটা বোঝেন, অন্য কারো পক্ষে তা সম্ভব নয়৷ শুমাখারের গোটা ক্যারিয়ারটা তিনি স্বচক্ষে দেখেছেন৷ দেখেছেন দু' সিজন আগে শুমাখারের ‘প্রত্যাবর্তন'৷ ২০০৬ সালে ফেরারি'র চালক হিসেবে অবসর নেবার পর শুমাখার এযাবৎ পোডিয়ামে ওঠার মতো ফলাফল করতে পারেননি৷

অবশ্য বৃহস্পতিবার বার্সেলোনায় ফর্মুলা ওয়ান টেস্টিং'এ শুমাখার ভেনেজুয়েলান চালক প্যাস্টর মালদোনাদো'র পরেই সবচেয়ে ভালো ফল করেছেন, অর্থাৎ সেরা সময় করেছেন৷ পরে শুমাখার বলেছেন, তাদের, অর্থাৎ মার্সিডিজ'এর নতুন গাড়ির প্রথম পরীক্ষাগুলো থেকে যা দেখা গিয়েছিল, ট্র্যাকেও ঠিক তাই প্রমাণ হয়েছে৷ গাড়ির ‘আস্থাভাজকতা' নিয়ে আর কোনো বড় সমস্যা নেই৷ ‘উই হ্যাভ ডেফিনিটলি ইম্প্রুভড আওয়ার গেম' - বলেছেন শুমাখার৷ তার মনোভাব এখন খুবই ইতিবাচক৷

Sebastian Vettel Pokal Japan 2011
সেবাস্টিয়ান ফেটেলছবি: picture-alliance/dpa

ওদিকে একেলস্টোন খুব ভালো করেই জানেন যে, নবীন-প্রবীণ দুই জার্মান চালক, রেড বুল'এ সেবাস্টিয়ান ফেটেল এবং মার্সিডিজ'এ মিশায়েল শুমাখার, এই দু'জনের জমাটি প্রতিদ্বন্দ্বিতার আশায় শুধু জার্মানরাই নয়, সারা বিশ্ব হাঁ করে ছিল৷ কিন্তু গত দু' মরশুমে ফেটেল কাউকে ধারে-কাছে ঘেঁষতে দেননি৷ এবং সেটার সবটাই যে তার চালানোর কৃতিত্ব, এমন নয়৷ রেড বুল গাড়িটাও অপ্রতিদ্বন্দ্বী৷ সব মিলিয়ে, ফেটেল'এর এই একচেটিয়া আধিপত্যের ফলে ফর্মুলা ওয়ান'ই অংশত তার আকর্ষণ হারিয়েছে, যেটা একেলস্টোনের আদৌ মনঃপূত নয়৷

তাই একেলস্টোন অপর রেড বুল গাড়িটিতে মার্ক ওয়েবার'এর বদলে শুমাখার'কে দেখতে পেলে খুশি হতেন৷ একেলস্টোনের বক্তব্য, ফেটেল'এর মতো একই গাড়ি নিয়ে শুমাখার যদি জিততে না পারেন, তাহলে বোঝা যাবে যে, দোষটা তার, গাড়ির নয়৷ ফেটেল'এরও এ'ধরণের সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় কোনো আপত্তি থাকবে বলে একেলস্টোন মনে করেন না৷

একেলস্টোনকে রয়টার্স থেকে সরাসরি প্রশ্ন করা হয়, শুমাখার এখনও জেতার ক্ষমতা রাখেন বলে তিনি মনে করেন কিনা৷ ফর্মুলা ওয়ান সুপ্রিমো'র উত্তর: নিশ্চয়৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য