Europe warns against ejecting workers
৩০ অক্টোবর ২০০৮চলমান অর্থ সংকটের কারণে আগামী সময়গুলোতে ইউরোপের দেশগুলোতে অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ কারণ দেশগুলোতে ক্রমেই বেকারত্ব বেড়ে চলেছে এছাড়া বেশ কিছু দেশ ভিসা দেয়ার ক্ষেত্রে কড়াকড়িও করছে৷ তাই অবৈধভাবে আগমনের সংখ্যা আরও বেড়ে যেতে পারে৷
যেমনটি ধরা যাক স্পেনের কথা৷ গত কয়েক বছর ধরে স্পেনের নির্মাণ শিল্পে বেশ জোয়ার যাচ্ছে৷ এজন্য আফ্রিকা থেকে অনেক নির্মাণ শ্রমিক গত কয়েক বছরে সেখানে গিয়েছে কাজ করার জন্য৷ কিন্তু এ বছরের শুরুর দিকে এ নির্মাণ শিল্পে মন্দাবস্থা শুরু হলে হাজার হাজার শ্রমিক ছাটাইয়ের শিকার হয়৷ গত বছর স্পেনে ১০ লাখ অভিবাসী এসেছে৷ কিন্তু এখন সেখানকার ১১ শতাংশেরও বেশী লোক বেকার যা ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ৷ এ পরিস্থিতিতে স্পেন ইতিমধ্যে অভিবাসন আইনে বেশ কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে৷ একইভাবে অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাজ্যও তাদের নতুন অভিবাসন আইন আরও কঠোর করেছে৷
কিন্তু কেবল স্পেন কিংবা যুক্তরাজ্য নয় আরও অনেক দেশেই অভিবাসীরা তাদের কাজ হারাতে চলেছে৷ আন্তর্জাতিক শ্রম সংগঠন বা আইএলওর ধারনা মতে আগামী বছরের শেষ নাগাদ গোটা বিশ্বে দুই কোটি লোক তাদের কাজ হারাবে৷
তবে কেবল বিদেশ থেকে আসা শ্রমিকদের ফেরত পাঠিয়ে ইউরোপের দেশগুলো সমস্যা সমাধান করতে পারবে না বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে৷ বরং এর ফলে বৈধ অভিবাসীদের সংখ্যা কমে গিয়ে অবৈধ অভিবাসীদের সংখ্যাকে আরও বাড়িয়ে তুলবে৷ এ অবস্থার সৃষ্টি যাতে না হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই দেড় কোটি ইউরোর একটি উদ্যোগ হাতে নিয়েছে৷ জাতিসংঘের সঙ্গে যৌথভাবে তারা কাজ করবে ইইউভুক্ত দেশগুলোতে কর্মরত বিদেশী শ্রমিকদের স্বার্থরক্ষায়৷
বুধবার ম্যালিনায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এ কর্মসূচি শুরুর ঘোষণা দেয়া হয়৷ জাতিসংঘ মহাসচিবের অভিবাসন বিষয়ক বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড বলেন, অর্থনৈতিক সংকট সত্বেও ধনী দেশগুলোর উচিত হবে না দরিদ্র দেশগুলো থেকে শ্রমিক আনা বন্ধ করা৷ আমরা দেখেছি অভিবাসন সংক্রান্ত আইনগুলো কতটা অকার্যকর হতে পারে৷ এসব আইন আসলে কাজে আসছে না৷ যাদের প্রয়োজন রয়েছে তারা কোন না কোনভাবে অন্যদেশে পাড়ি জমাবেই৷
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের তথ্য মতে বর্তমানে সারা বিশ্বে প্রায় চার কোটি অভিবাসী আছে৷ এদের এক চতুর্থাংশই অবৈধ৷ সবচে বেশী অবৈধ অভিবাসী বসবাস করে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ কনফেডারেশনের প্রেসিডেন্ট শারান বুরো বলেছেন, আমাদের ধারনা এ অবৈধ অভিবাসীদের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে৷