গুগলে বাংলাদেশের ইমেজ
৪ জুলাই ২০১৩কারণ সেখানে রানা প্লাজা ধসের ছবি, সারি সারি লাশ, হরতালে পুলিশের মারধর, ভাঙচুর এসব ছবিই দেখা যাবে৷ ভালো ভালো কিছু ছবিও অবশ্য দেখতে পাওয়া যাবে, তবে তা পর্যাপ্ত নয়৷ অথচ আজকাল কোনো পর্যটক কোথাও ঘুরতে গেলে আগে গুগলের কাছেই ধরনা দেয়৷
বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে সামহয়্যার ইন ব্লগে একটি পোস্ট দিয়েছেন ‘নতুন'৷ তিনি এই অবস্থার উন্নয়নে সবার পরামর্শ চেয়েছেন৷ তিনি লিখেছেন, গুগলের ইমেজে গিয়ে মালয়েশিয়া বা নেপাল লিখলে দেখা যাবে অসাধারণ সব ছবি, যেগুলো পর্যটকদের সহজেই আকর্ষণ করবে৷
‘নতুন' তাঁর পোস্টে দুটো ইউটিউব ভিডিও সংযোগ করেছেন৷ তার একটিতে গুগল ইমেজ কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা দিচ্ছেন গুগলের এক কর্মকর্তা৷ আর অন্যটাতে গুগল ইমেজ থেকে ছবি মুছে দেয়ার পদ্ধতি সম্পর্কে পরামর্শ রয়েছে৷
‘নতুন' এর ধারণা, যারা বাংলাদেশের সুন্দর সুন্দর ছবি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে পোস্ট করেন তারা যদি নামের সঙ্গে ইংরেজিতে বাংলাদেশ নামটি জুড়ে দেন তাহলে হয়ত কিছুটা লাভ পাওয়া যেতে পারে৷ তবে বিষয়টি সম্পর্কে অন্যান্যদের কাছ থেকে সহায়তা কামনা করেছেন তিনি৷
পাঠক, আপনার কি কোনো পরামর্শ আছে?