1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগলে বাংলাদেশের ইমেজ

জাহিদুল হক৪ জুলাই ২০১৩

আপনি কি কখনো গুগলের ইমেজ বিভাগে ইংরেজিতে বাংলাদেশ লিখে দেখেছেন? কি ধরণের ছবি তাতে দেখা যায় তা কি জানেন? কোনো পর্যটক যদি বাংলাদেশে আসার আগে সেই ছবিগুলো দেখেন তাহলে হয়ত তিনি আর আসতে চাইবেন না৷

https://p.dw.com/p/1928J
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

কারণ সেখানে রানা প্লাজা ধসের ছবি, সারি সারি লাশ, হরতালে পুলিশের মারধর, ভাঙচুর এসব ছবিই দেখা যাবে৷ ভালো ভালো কিছু ছবিও অবশ্য দেখতে পাওয়া যাবে, তবে তা পর্যাপ্ত নয়৷ অথচ আজকাল কোনো পর্যটক কোথাও ঘুরতে গেলে আগে গুগলের কাছেই ধরনা দেয়৷

বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে সামহয়্যার ইন ব্লগে একটি পোস্ট দিয়েছেন ‘নতুন'৷ তিনি এই অবস্থার উন্নয়নে সবার পরামর্শ চেয়েছেন৷ তিনি লিখেছেন, গুগলের ইমেজে গিয়ে মালয়েশিয়া বা নেপাল লিখলে দেখা যাবে অসাধারণ সব ছবি, যেগুলো পর্যটকদের সহজেই আকর্ষণ করবে৷

Bangladesch Alte Menschen
বাংলাদেশের সৌন্দর্য্য কি এক কথায় বোঝানো যায়?ছবি: picture-alliance/Lonely Planet Images

‘নতুন' তাঁর পোস্টে দুটো ইউটিউব ভিডিও সংযোগ করেছেন৷ তার একটিতে গুগল ইমেজ কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা দিচ্ছেন গুগলের এক কর্মকর্তা৷ আর অন্যটাতে গুগল ইমেজ থেকে ছবি মুছে দেয়ার পদ্ধতি সম্পর্কে পরামর্শ রয়েছে৷

‘নতুন' এর ধারণা, যারা বাংলাদেশের সুন্দর সুন্দর ছবি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে পোস্ট করেন তারা যদি নামের সঙ্গে ইংরেজিতে বাংলাদেশ নামটি জুড়ে দেন তাহলে হয়ত কিছুটা লাভ পাওয়া যেতে পারে৷ তবে বিষয়টি সম্পর্কে অন্যান্যদের কাছ থেকে সহায়তা কামনা করেছেন তিনি৷

পাঠক, আপনার কি কোনো পরামর্শ আছে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য