গাজিপুরের কালিয়াকৈর বনাঞ্চলে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
২৮ জুলাই ২০১১ব়্যাব কর্মকর্তারা বলছেন, বড় ধরনের নাশকতার জন্য জঙ্গিরা ওই মজুদ গড়ে তুলেছিল৷ এই ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, জঙ্গিদের কোনভাবেই মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেয়া হবেনা৷
কালিয়াকৈরের বোয়ালিয়া ইউনিয়নের গভীর শালবনে আজ ভোর রাতে ব়্যাব সদস্যরা ডগ স্কোয়াড নিয়ে অভিযান চালায়৷ আর প্রশিক্ষিত কুকুরই চিহ্নিত করে গুলি ও বিস্ফোরকের স্থান৷
মাটির নিচে ৪টি জায়গায় বস্তা এবং বাক্স ভর্তি করে রাখা হয়েছিল গুলি ও বিস্ফোরক৷ সেখান থেকে ব়্যাব সদস্যরা একে-৪৭ রাইফেলের ২০ হাজার রাউন্ড গুলি, ১০ কেজি বিস্ফোরক এবং বোমা তৈরির বিপুল পরিমাণ ডেটনেটর, সেফটি ফিউজ এবং টাইমিং সার্কিট উদ্ধার করে৷ ব়্যাবের মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ জানান, এগুলো সামরিক বিস্ফোরক এবং গুলি৷ বড় ধরনের নাশতকার কাজে এখানে মজুদ করা হয়েছিল৷
ব়্যাব-১-এর কমান্ডার কর্ণেল রাশিদুল ইসলাম জানান, তারা গত কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে যেসব জঙ্গিদের গ্রেফতার করছেন তাদেরই একটি গ্রুপকে জিজ্ঞাসাবাদে এসব গুলি এবং বিস্ফোরকের খবর জানা যায়৷ তবে তিনি সুনির্দিষ্টভাবে কোন গ্রুপের নাম বলেননি৷
এদিকে গুলি ও বিস্ফোরক উদ্ধারের পর আজ দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন জঙ্গিদের নিরাপত্তা জালে ধরা পড়তেই হবে৷ তাদের মাথাচাড়া দিয়ে ওঠার কোন সুযোগ নেই৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন