ব়্যাবের হাতে দুই হরকাতুল জিহাদ নেতা গ্রেফতার
২৬ মে ২০১১ঢাকার অদূরে সাভার নবী নগর বাসষ্ট্যান্ড এলাকার একটি বাসা থেকে আজ ভোর রাতে গ্রেফতার করা হয় হরকাতুল জিহাদ-হুজি'র দুই শীর্ষ নেতা আব্দুস সামাদ এবং আশরাফুল ইসলামকে৷ তারা যথাক্রমে সিলট এবং পাবনা জেলায় হুজি পরিচালনা করে৷ কয়েক মাস আগে গার্মেন্টস কর্মী পরিচয়ে তারা সাভারে বাসা ভাড়া নিয়েছিল৷ ওই বাসা থেকে ৪০টি হাতবোমা, গ্রেনেডের ৪১টি খোলস এবং নাইট্রিক এসিডসহ বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়৷
ব়্যাব জানায়, তারা ঢাকা এবং আশপাশ এলাকায় বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল৷ ব়্যাবের পরিচালক কমান্ডার সোহায়েল আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ হুজি এবং জেএমবি কয়েকটি প্রকাশ্য ইসলামি দলের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলেছে৷ উভয়ের উদ্দেশ্য সংগঠনকে শক্তিশালী করা৷ এজন্য তাদের মধ্যে কয়েক দফা বৈঠকের প্রমাণ পেয়েছে ব়্যাব গোয়েন্দারা৷
ব়্যাব জানায়, হুজির শীর্ষ নেতা মুফতি হান্নান, শেখ ফরিদ এবং সাব্বির গ্রেফতার হওয়ার পর মাওলানা ইয়াহিয়াকে তাদের নতুন নেতা নির্বাচন করা হয়েছে৷ তার নেতৃত্বে এখন হুজি সংগঠিত হচ্ছে৷ দেশে ও দেশের বাইরে তাদের কমপক্ষে ১ লাখ সদস্য আছে৷ প্রবাসী সদস্যরা তাদের অর্থ সহায়তা পাঠায়৷ কমান্ডার সোহায়েল আহমেদ জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক