গাজায় ইসরায়েলি হামলা, ফিলিস্তিনি নিহত
১৩ নভেম্বর ২০১৮ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে, তারা গাজায় জঙ্গিদের উদ্দেশে এই হামলা চালিয়েছে৷ জঙ্গিরা সেখানে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করছিল৷
গত ক'দিনে গাজা উপত্যকায় আবারো উত্তেজনা চরমে পৌঁছেছে৷ হামাস ওইসরায়েলের সেনার মধ্যকার পাল্টাপাল্টি হামলা নতুন একযুদ্ধপরিস্থিতি তৈরি করেছে৷
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সোমবার দুপুর থেকে তারা গাজা উপত্যকার ১৫০টি লক্ষ্যে আঘাত হেনেছে৷ অন্যদিকে, গাজা থেকে ইসরায়েলের দিকে ৪০০টি রকেট ও মর্টার ছোঁড়া হয়েছে৷
সংঘাতের শুরু হয় গত রোববার৷ সেদিন গাজা উপত্যকায় ইসরায়েলি স্পেশাল ফোর্স একটি রক্তাক্ত অভিযান চালায়৷ এর জবাবে হামাস রকেট হামলা করে৷ মর্টারের গুলি চালায়৷ ইসরায়েল আবার পালটা বিমান হামলা চালায়৷
হামাসের মিলিটারি শাখার মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ‘‘গাজায় সাধারণ আবাসিক ভবনে হামলার জবাবে ইসরায়েলের উপকূলীয় শহর আশকেলনে হামলা করা হয়েছে৷''
এই শহর ছাড়াও ইসরায়েলের আরো ভেতরে আশদদ ও বিরশেবায় ভবিষ্যতে হামলা চালানোর হুমকি দিয়েছে তারা৷ তাদের এই হুমকির জবাব আরো কঠোরভাবে দিতে পারে ইসরায়েল এমন ধারণা করা হচ্ছে৷ জাতিসংঘ দু'পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে৷
গত অনেকদিন ধরেই গাজা সীমান্তে প্রায়ই উত্তেজনা তৈরি হচ্ছে৷ সম্প্রতি মিশরের হস্তক্ষেপে দুই পক্ষ দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়৷ কিন্তু এবার সেই সমঝোতা আর ধোপে টিকবে না বলে মনে করা হচ্ছে৷
জেডএ/ডিজি (এএফপি, এপি)