গাজায় নিয়ন্ত্রণ পেতে সাইপ্রাসে বন্দর?
২৭ জুন ২০১৮গাজা উপত্যকায় পণ্য পরিবহণ নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষায়িত বন্দর নির্মাণের জন্য কে প্রস্তাব দিয়েছে ইসরায়েল৷ মঙ্গলবার সাইপ্রাস সরকার এই তথ্য জানিয়ে বলে কেবল গাজামুখী পণ্য পরিবহণের জন্য এ ধরনের একটি বন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে৷
প্রস্তাবিত বন্দরটি চালু হলে ইসারায়েল ও মিশরের নৌবাহিনীর কবজায় থাকা সমুদ্রসীমা দিয়ে গাজা উপত্যকায় পণ্য পৌঁছানোর এক নতুন রাস্তা খুলে যাবে৷
ইসরায়েলের প্রস্তাবে বলা হয়েছে, বন্দরটি সাইপ্রাসের সীমানায় হবে এবং এটি দিয়ে কেবল কার্গো জাহাজে করে গাজায় পণ্য যাবে৷
বন্দর দিয়েগাজা উপত্যকতায় কোনো অবৈধ পণ্য, বিশেষ করে আগ্নেয়াস্ত্র যাচ্ছে কিনা, তা ইসরায়েলি কর্তৃপক্ষের নজরদারিতে থাকবে৷ আর কার্গো জাহাজ থেকে পণ্যগুলো সরাসরি ফেরিতে করে গাজায় নেওয়া হবে৷ বর্তমানে সড়ক দিয়ে গাজায় পণ্য পরিবহণ করা হয়৷
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারমান সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাসতাসিয়াদেস এর সাথে নিকোশিয়ায় এক আনুষ্ঠানিক আলোচনায় এ ব্যাপারে এক সমঝোতায় পৌঁছেছেন৷
তবে প্রেসিডেন্ট নিকোসের দপ্তর থেকে বলা হয়েছে, ‘‘এ সংক্রান্ত যে কোনো প্রস্তাব গাজায় আটকে থাকা ইসরায়েলিদের মানবিক পরিস্থিতি উন্নয়ন এবং সেখানে নিখোঁজ মানুষদের খুঁজে বের করার সংকট সমাধানে কাজে লাগানো হবে৷''
বন্দর চালু হলে আন্তজার্তিক এবং ইসরায়েলিদের সহায়তায় সাইপ্রাস কর্তৃপক্ষের বন্দরটি পরিচালনার কথা রয়েছে৷
এইচআই/ডিজি