1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজা সীমান্তে নতুন বেড়া নির্মাণ করছে ইসরায়েল

৪ ফেব্রুয়ারি ২০১৯

ইসরায়েলে সন্ত্রাসীদের প্রবেশ প্রতিরোধ করতে গাজা সীমান্তে নতুন বেড়া নির্মাণের কথা জানিয়েছে দেশটির সরকার৷ এটি ৬৫ কিলোমিটার দীর্ঘ এবং এর উচ্চতা হবে ৬ মিটার৷

https://p.dw.com/p/3Cg6u
Israel Grenze Gazastreifen
ছবি: picture-alliance/Photoshot

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার নিশ্চিত করেছে যে, তারা এরই মধ্যে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে৷ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বেড়ার সাথে যুক্ত এমন ভূগর্ভস্থ দেয়ালও নির্মাণ করছে তারা৷ এর ফলে হামাস গেরিলারা সীমান্তে টানেল নির্মাণে ব্যর্থ হবে বলে ধারণা তাদের৷

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বলেছেন, ‘‘গাজার সন্ত্রাসীদের হাত থেকে বেড়াটি আমাদের রক্ষা করবে৷'' মিশরীয় সীমান্তে যে ধরনের বেড়া রয়েছে এটা ঠিক সেরকম হবে বলে জানান তিনি৷ তবে এর বিশেষত্ব হলো এটি তৈরিতে ২০ হাজার টন ঝালাই করা ইস্পাত ব্যবহার করা হবে৷

গাজা সীমান্তে গত কয়েকমাস ধরে ফিলিস্তিনীদের বিক্ষোভের পরই এই বেড়া নির্মাণের কাজ শুরু হয়৷ ফিলিস্তিনীদের দাবি, ১৯৪৮ সালে যেসব স্বজন ইসরায়েলে পালিয়ে গিয়েছিলেন, তাদের ফেরত দিতে হবে এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলের অবরোধ তুলে নিতে হবে৷

গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২৪৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷ বেশিরভাগই মারা গেছেন সীমান্তে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে, কেউ মারা গেছেন বিমান হামলায়৷ অন্যদিকে, ফিলিস্তিনীদের হামলায় ইসরায়েলের দুইজন সেনা নিহত হয়েছে৷

রবিবার সকালে ইসলায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা  গাজা সীমান্তে ছুরি বহনকারী কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য