1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরু যখন ফুটবল খেলোয়াড়!

৪ জুলাই ২০১৯

ফুটবল নিয়ে মেসি-রোনালদোদের নৈপুণ্য তো অনেক দেখেছেন, কিন্তু একটি গরুর ড্রিবলিং কি কখনো দেখেছেন? এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের গোয়ায়৷

https://p.dw.com/p/3LZ1x
ছবি: Imago/Eibner-Pressefoto/EXPA/Groder

একটি গরুর ফুটবল নৈপুণ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে৷ শিরোনাম হয়েছে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ বহু সংবাদমাধ্যমে৷

ভিডিওতে দেখা যায়, গোয়ার একটি কর্দমাক্ত মাঠে অনেকক্ষণ ধরে বল পায়ে আটকে রেখেছে গরুটি৷ সেখানকার অল্প বয়সি খেলোয়াড়দের কেউ এগিয়ে এলে গরুটি তাদের তাড়া করছিল৷

মাঝের সময়ে মুখ আর পা দিয়ে ড্রিবলিং করতে দেখা যায় গরুটিকে৷ এক পর্যায়ে বল থেকে তার মনোযোগ অন্যদিকে সরলে একজন যুবক বলে শট করে এবং আরেকজনকে দেয়৷

এরপরও থেমে যায়নি গরু খেলোয়াড়৷ দৌড়ে গিয়ে পুনরায় বল নিজের করে নিতে সক্ষম হয়৷ এভাবে প্রায় দেড় মিনিট নিজের কাছে রাখে সে৷

ক্রিকেটের ধারাভাষ্যকার হার্ষা ভোগলে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ''এখন দিনের সবচেয়ে মজার জিনিস দেখবেন আপনি৷''

গরুটির ফুটবল দখলে রাখার বর্ণনায় একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘এমনকি মেসি ও ফুলানি হেডসম্যানরাও গরুটির কাছ থেকে বল নিয়ে যেতে পারবে না৷''

''এই গরু ফুটবল ভালোবাসে, আপনার সাহস হবে না তার কাছ থেকে বল নেওয়ার,'' মজা করে লিখেছেন আরেকজন৷

এমবি/এসিবি (এনডিটিভ, ইন্ডিয়া টুডে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান