1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গবেষণাগারে কৃত্রিম অস্থিমজ্জা

ব্রিগিটে ওস্টারাথ/আরবি২৯ জানুয়ারি ২০১৪

গবেষকরা এক কৃত্রিম উপাদন আবিষ্কার করেছেন, যার মধ্যে রক্তের স্টেমসেল বৃদ্ধি পায়৷ ভবিষ্যতে লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার যেতে পারে৷ এমনই আশা বিজ্ঞানীদের৷

https://p.dw.com/p/1AyPp
Gaza Krebskranke zwischen Vernachlässigung und medizinischer Unzulänglichkeit
ছবি: DW/Al Farra

রক্তের স্টেমসেল শুধু অস্থিমজ্জায় বৃদ্ধি পায়৷ সেখানে এটি আবার বিভিন্ন ধরনের রক্তকোষের সৃষ্টি করে৷ যেমন রক্তে লোহিত ও শ্বেত কণিকা তৈরি করে৷ লোহিত কণিকা অক্সিজেন পরিবহণের কাজ করে৷ শ্বেতকণিকা শরীরের প্রতিরোধ ক্ষমতা দেখাশোনা করে৷

গবেষকরা অনুকরণ করার চেষ্টা করছেন

অনেক বছর ধরে গবেষকরা স্বাভাবিক হাড়ের মজ্জা অনুকরণ করার চেষ্টা করে আসছেন৷ জার্মানির কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা এক্ষেত্রে কিছুটা অগ্রসর হয়েছেন৷ তাঁরা এক ধরনের সচ্ছিদ্র উপাদান তৈরি করেছেন, যেখানে রক্তের স্টেমসেল কমপক্ষে চার দিন ধরে বৃদ্ধি পেতে পারে৷

স্বাভাবিক অস্থিমজ্জার কাঠামোটা বেশ জটিল৷ এ জন্য একে অনুকরণ করাও কঠিন৷ এটির রয়েছে ত্রিমাত্রিক রন্ধ্রযুক্ত স্থাপত্য৷ অনেকটা বাথ-স্পঞ্জের মতো৷ এর মাঝখানে প্রোটিন থাকে৷ এই স্পঞ্জের রয়েছে নির্দিষ্ট আয়তন৷ আছে অনেক ধরনের কোষ, যেগুলি পরস্পর পরস্পরকে প্রভাবিত করে৷ রাসায়নিক মেসেঞ্জার ছড়িয়ে দেয়৷ এইসব একত্রে স্টেমসেলকে বিভক্ত হতে ও বৃদ্ধি পেতে প্রণোদিত করে৷

কার্লসরুহের ইন্সটিটিউট ফর টেকনোলজির গবেষক কর্নেলিয়া লি থেডিক ও তাঁর সহকর্মীরা এ পর্যন্ত অস্থিমজ্জা ও স্টেমসেলের পছন্দের পরিবেশ সম্পর্কে যা জানা গেছে, তা তাঁদের গবেষণার অন্তর্ভুক্ত করেছেন৷ এই প্রসঙ্গে কর্নেলিয়া লি থেডিক বলেন, ‘‘আমরা চাই কৃত্রিম অস্থিমজ্জা সুলভ মূল্যের উপাদান দিয়ে তৈরি করতে৷ যা যে কোনো জীববিজ্ঞানীর ল্যাবরেটরিতে থাকে৷''

ভবিষ্যতে লিউকেমিয়া চিকিৎসায় সাহায্য করতে পারে

গবেষকরা আশা করেন কৃত্রিম অস্থিমজ্জা ভবিষ্যতে লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের চিকিৎসায় সাহায্য করতে পারবে৷ লিউকেমিয়ার রোগীর প্রয়োজন নতুন ও সুস্থ রক্তের স্টেমসেল৷

বর্তমানে মানুষের (দাতার) অস্থিমজ্জা বা রক্ত থেকে সুস্থ স্টেমকোষ সংগ্রহ করা হয়৷ ভবিষ্যতে রোগীর দেহে প্রতিস্থাপন করার জন্য গবেষণাগারে এটি প্রস্তুত হতে পারে৷

ড্রেসডেন ইউনিভার্সিটি ক্লিনিকের মার্টিন বর্নহয়সার বলেন, ‘‘খুব অল্প রক্তের স্টেমসেল থেকেও বয়স্ক রোগীর জন্য পর্যাপ্ত সংখ্যক স্টেমসেল তৈরি করা যেতে পারে৷ শিশুর জন্মের পর নাভিরজ্জুর রক্ত থেকেও স্টেমসেল তৈরি করা যায়৷ এরপর এটি জমাট করে বিশেষ রক্ত ভাণ্ডারে রেখে দেওয়া যেতে পারে৷

তবে এই রক্তে রয়েছে অল্প স্টেমসেল৷ যা সাধারণত শিশু ও হালকা পাতলা প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রেই কাজে লাগানো যেতে পারে৷


কৃত্রিম অস্থিমজ্জার পরিধিটা বিস্তৃত

কৃত্রিম অস্থিমজ্জার ক্ষেত্রে পরিধিটা আরো বিস্তৃত৷ ‘‘আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো, একটি উপযোগী কাঠামো তৈরি করে সেখানে রক্তের স্টেমসেলগুলি ঢুকিয়ে দেওয়া৷ যেন ঐ জায়গায় তারা বাড়তে পারে৷ আমরা পরে সেই স্টেমসেলগুলিকে তুলে এনে রোগীর প্রয়োজনে লাগাতে পারি'', বলেন গবেষক লি থেডিয়েক৷

তবে এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ এই পদ্ধতি থেকে উপকার পেতে রোগীদের কমপক্ষে আরো ১৫ বছর লাগবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য