স্তন ক্যান্সার
৯ ডিসেম্বর ২০১৩ওষুধটির নাম জেলোডা৷ সুইজারল্যান্ডের হফমান-লা রশ্ কোম্পানির এই ট্যাবলেট অনেক দিন ধরেই স্তন ক্যানসার রোগীদের খেতে দেয়া হয়৷ ক্যানসার আক্রান্ত স্তনে অস্ত্রোপচারের পর এ ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে উপকারও হয়৷ এতদিন উপকারের দিকটাই দেখে এসেছেন সবাই৷ কিন্তু সম্প্রতি ক্যানাডায় অনেকে স্তনে অস্ত্রোপচারের পর এ ট্যাবলেট খেয়ে পড়েছেন নতুন এবং বিপদজনক এক সমস্যায়৷ তাঁদের এক ধরণের চর্মরোগ হচ্ছে, যার নাম স্টিভেনস-জনসন সিন্ড্রোম৷
এ রোগ হলে জ্বর হয়, সঙ্গে স্তনের তো বটেই এমনকি চোখ এবং মুখের চামড়াতেও শুরু হয় জ্বালাপোড়া৷ কোথাও কোথাও লাল বা গোলাপি ছোপ ছোপ দাগ পড়ে৷ এবং ব্যথাও হয় সেসব স্থানে৷ এ রোগ অনেকের জীবনকেও বিপন্ন করে৷ বেশ কিছু রোগীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ক্যানাডার স্থাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে জেলোডার এই পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি সবাইকে জানিয়েছে৷ পাশাপাশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হফমান-লা রশ্ কোম্পানিকেও জানানো হয়েছে বিষয়টি৷ হফমান-লা রশ'ও বিষয়টি অস্বীকার করেনি৷ তবে সেটা স্বীকার করলেও ক্যানাডার চিকিৎসকদের কাছে পাঠানো চিঠিতে শুধু হাতে গোনা কয়েকজন রোগীরই এমন সমস্যা হয়েছে বলে জানিয়েছে তারা৷
ভুক্তভোগী খুব বেশি কিনা এখনো জানা যায়নি৷ ক্যানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় ট্যাবলেটটি খেয়ে সমস্যা হলেই জানানোর অনুরোধ করেছে৷ অভিযোগের হার দ্রুত বাড়ে কিনা সেটা নিশ্চয়ই দেখার বিষয়৷ তবে বিকল্প থাকলে স্তন ক্যানসার রোগীদের এ মুহূর্তে জেলোডা থেকে দূরে থাকাই ভালো৷
এসিবি/জেডএইচ (এএফপি)