1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গডফাদার’ ম্যালওয়্যার সম্পর্কে সাবধান করলো জার্মানি

১০ জানুয়ারি ২০২৩

জার্মানির আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নজর রাখা সংস্থা বাফিন সোমবার জানিয়েছে, ‘গডফাদার’ নামের একটি ম্যালওয়্যার বিশ্বের প্রায় ৪০০ ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের উপর হামলা চালাচ্ছে, যার মধ্যে জার্মানিরও প্রতিষ্ঠান রয়েছে৷

https://p.dw.com/p/4Lwe7
জার্মানির আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নজর রাখা সংস্থা বাফিন সোমবার জানিয়েছে, ‘গডফাদার' নামের একটি ম্যালওয়্যার বিশ্বের প্রায় ৪০০ ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের উপর হামলা চালাচ্ছে, যার মধ্যে জার্মানিরও প্রতিষ্ঠান রয়েছে৷
জার্মানির ফেডারেল অর্থ মন্ত্রণালয়ের অধীন বাফিন একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করেছবি: Daniel Kubirski/picture alliance

এই ম্যালওয়্যার ঐসব অ্যাপ ব্যবহারকারীদের অ্যাপের যে মূল ওয়েবসাইট, তার মতো করে সাজানো ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়৷ ব্যবহারকারীদের কাছে দেখতে সেটা মূল ওয়েবসাইটই মনে হয়৷ ফলে ব্যবহারকারীরা সেখানে নিশ্চিন্তে লগইন তথ্য দেন, আর সেই তথ্য সাইবার অপরাধীদের কাছে চলে যায়

‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড’ পেতে এই ম্যালওয়্যার ‘পুশ নোটিফিকেশনও’ পাঠিয়ে থাকে৷

ব্যবহারকারীদের ব্যবহৃত ডিভাইসে গডফাদার ম্যালওয়্যার কীভাবে ঢুকছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি বাফিন৷

বর্তমানে প্রায় ১৬ দেশের অ্যানড্রয়েড ডিভাইসে এই ম্যালওয়্যার হামলা করছে বলে জানা গেছে৷

জার্মানির তথ্য নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় সংস্থা বিএসই নিরাপদে অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়ে একটি ভিডিও তৈরি করেছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান