1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ৩৬০ কোটি ডলার জব্দ, দম্পতি গ্রেপ্তার

৯ ফেব্রুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রের স্টেট জাস্টিস ডিপার্টমেন্টের দাবি, তাদের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের অর্থ এক দম্পতির কাছ থেকে জব্দ করা হয়েছে৷ ক্রিপ্টোকারেন্সিতে পাওয়া অর্থের পরিমান ৩৬০ কোটি ডলারেরও বেশি৷

https://p.dw.com/p/46lHt
যুক্তরাষ্ট্রের স্টেট জাস্টিস ডিপার্টমেন্টের দাবি, তাদের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের অর্থ এক দম্পতির কাছ থেকে জব্দ করা হয়েছে৷ ক্রিপ্টোকারেন্সিতে পাওয়া অর্থের পরিমান ৩৬০ কোটি ডলারেরও বেশি৷
২০১৬ সালের ঘটনায় সাত কোটি ১০ লাখ ডলারের বিটকয়েন চুরি করেছিল হ্যাকাররা৷ছবি: Daniel Kalker/dpa/picture alliance

হ্যাক করে অর্থ লোপাট ও তা পাচারের চেষ্টার অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে৷

মঙ্গলবার ওই অর্থ জব্দ এবং হ্যাক করে অর্থ লোপাটের সঙ্গে জড়িত সন্দেহে নিউইয়র্কের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়৷ কর্তৃপক্ষ মনে করছে, ২০১৬ সালে বিটফিনেক্স ভার্চুয়েল মুদ্রায় যে বিপুল পরিমান অর্থ লোপাট করা হয়েছিল, মঙ্গলবার জব্দ করা অর্থের তার সঙ্গে সম্পর্ক রয়েছে৷

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, ম্যানহাটানে গ্রেপ্তার হওয়া দম্প্ততির বিরুদ্ধে চুরি করা অর্থ অতি উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাচার এবং সেই অর্থ লেনদেন গোপন করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে৷

২০১৬ সালের সেই ঘটনায় সাত কোটি ১০ লাখ ডলার মূল্যমানের বিটকয়েন চুরি করেছিল হ্যাকাররা৷ সেই অর্থের ‘মূল্য' বেড়ে এখন ৪৫০ কোটি  ডলারে দাঁড়িয়েছে৷

এসিবি/কেএম (রয়টার্স, এপি)