1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলনা মনে করে বিষধর সাপ ধরার পর...

২১ জুন ২০১৭

পরিস্থিতিটা একবার ভাবুন – মেঝেতে পড়ে থাকা একটি জিনিসকে খেলনা মনে করে আপনি তুলতে গেছেন, কিন্তু হাতে ধরার কয়েক মুহূর্ত পরই বুঝতে পারলেন যে, ওটা বিষধর সাপ! তখন কেমন লাগবে আপনার? 

https://p.dw.com/p/2f4V0
ছবি: picture-alliance/dpa/Palnic

এমনই অবস্থায় পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী৷ স্বামীর সঙ্গে জ্যাকুজি করার পর বাড়ি ফিরে দরজার সামনে পড়ে থাকা বাঁকানো একটি বস্তুকে তিনি কুকুরের খেলনা মনে করেছিলেন৷ তাই সেটি তুলতে গিয়েছিলেন তিনি৷ কিন্তু ওটা যে বিষধর সাপ তা বুঝতে বেশি সময় লাগেনি তাঁর৷ ফলে হন্তদন্ত হয়ে লাফিয়ে কোনোরকমে সাপটিকে ফেলে দেয়ার চেষ্টা করেন ঐ নারী৷ পুরো ঘটনাটিই একটি ভিডিওতে দেখা গেছে৷ সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট হওয়ার পর অনেকেই সেটি দেখছেন৷

মার্কিন প্রচারমাধ্যম এবিসি-র অ্যাফিলিয়েটেড টিভি চ্যানেল ‘কেস্যাট'-এ ভিডিওটি নিয়ে সংবাদও প্রচারিত হয়েছে৷ এতে বলা হয়, মহিলাটি যে সাপ হাতে নিয়েছিলেন সেটি আকারে ছোট হলেও বিপদ ঘটতে পারত৷ কারণ সাপটি ছোট হওয়ায় তাদের বিষ নিয়ন্ত্রণের ক্ষমতা কম থাকে বলে জানিয়েছেন স্থানীয় দমকল কর্মীরা৷ ঐ ঘটনার পর তারা ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিয়ে গেছেন৷ ভাগ্য ভাল, মহিলাটির কিছু হয়নি৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য