1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়া করোনায় আক্রান্ত: মির্জা ফখরুল

১১ এপ্রিল ২০২১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বিষয়টি জানানো হয়৷

https://p.dw.com/p/3rqDt
ফাইল ফটোছবি: bdnews24

ডয়চে ভেলেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমরা নিশ্চিত হয়েছি যে, আইসিডিডিআর,বিতে করা নমুনা পরীক্ষায় খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছে৷ তবে এখন পর্যন্ত তার কোনো শারীরিক উপসর্গ নেই৷’’  তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, ব্যক্তিগত চিকিৎসকরা ইতোমধ্যে তার চিকিৎসা শুরু করেছেন বলেও জানান মির্জা ফখরুল৷

তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, আইসিডিডিআর,বিতে গতকাল খালেদা জিয়া নমুনা পরীক্ষা করা হয়৷ সেই রিপোর্টটি আজ স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে যেখানে দেখা গেছে তিনি করোনা পজিটিভ৷

‘‘খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট আমাদের হাতে আছে৷ আমি স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি৷ সবকিছু মিলিয়ে নিশ্চিত হয়ে তারপর বলছি,’’ বলেন মাইদুল ইসলাম৷

সমীর কুমার দে/আরআর/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য