1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাবার পেতে সঙ্গী কুকুরকে নিয়ে যা করল শিশুটি

২২ জুন ২০১৭

মাত্র আটদিনে ফেসবুকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে আট কোটিবার৷ ছোট্ট এক শিশুকে তার সঙ্গী কুকুরের উপরে উঠে ফ্রিজ থেকে খাবার নেয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে ভিডিওতে৷ তবে সেখানেই শেষ নয়৷

https://p.dw.com/p/2f97B

৩৮ সেকেন্ডের এই ভিডিওর পুরো মজা পেতে শেষ পর্যন্ত যেতে হবে৷ রব হার্বাট নামে এক ফেসবুক ব্যবহারকারী গত বুধবার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন৷ এখন পর্যন্ত সেটি শেয়ার হয়েছে প্রায় ১১ লক্ষ বার৷

ভিডিওর নীচে অনেকে মন্তব্যও করেছেন৷ আমান্দা লভেল লিখেছেন, ‘‘আমি এটা দেখা বন্ধ করতে পারছি না৷ খুবই সুন্দর৷'' স্যান্ডি স্টুটস লিখেছেন, ‘‘একেবারে দারুণ৷ এটাই হলো টিমওয়ার্ক৷ লেওরি (কুকুরের নাম) বেশ শান্ত ছিল৷''

ক্যারি ইলেন হার্ডেন নামেও একজন মন্তব্য করেছেন৷ সম্ভবত তিনিই ভিডিওটি করেছেন৷ কারণ তিনি লিখেছেন, ‘‘ভিডিওতে আমি যা ধারণ করতে পারিনি তা হচ্ছে, ম্যাভেরিক (শিশুটির নাম) লেওরিকে গলায় থাকা ব্যান্ড ধরে টেনে ফ্রিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷ অবশ্যই তার একটা পরিকল্পনা ছিল৷''

তবে সমালোচনামূলক মন্তব্যও করেছেন কেউ কেউ৷ যেমন ডি ড্রাইভার লিখেছেন, ‘‘কুকুর ওপরে চড়া ঠিক, এমন শিক্ষা আপনার সন্তানকে দিয়েন না৷ বরং কুকুরও যে সম্মান পাওয়ার যোগ্য, তা শেখান৷''

প্রিয় পাঠক, ভিডিওটি দেখে আপনার কী মনে হয়েছে তা জানার অপেক্ষায় রইলাম৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য