কৃষক আন্দোলন সমর্থন করে গ্রেপ্তার
১৫ ফেব্রুয়ারি ২০২১জলবায়ু নিয়ে আন্দোলনকারী গ্রেটা টুনব্যার্গ ভারতের কৃষক আন্দোলন নিয়ে একটি টুলকিট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। বলা হয়েছিল, ওই টুলকিটের মাধ্যমে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানো যাবে। অভিযোগ, সেই টুলকিট সম্পাদনা করেছিলেন বেঙ্গালুরুর ২১ বছরের পরিবেশ আন্দোলনকারী দিশা রবি। টুলকিটটি সম্পাদনা করে তিনিও গ্রেটার মতো তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। এই 'অপরাধে' দিল্লি পুলিশ দিশাকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। শুধু তাই নয়, দিশার মতোই আরো এক নারীর বিরুদ্ধেও একই অভিযোগ করেছে দিল্লি পুলিশ। তাঁর নাম নিকিতা জেকব। তিনিও নাকি টুলকিট শেয়ার করেছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিকিতা ফেরার।
ভারতে কয়েক মাস ধরে কৃষক আন্দোলন চলছে। দিল্লির প্রতিটি সীমানায় কৃষকরা বসে আছেন। এখনো পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনায় সমাধান সূত্র মেলেনি। এই পরিস্থিতিতে দেশের বহু মানুষ ব্যক্তিগত ভাবে এবং দলবদ্ধ ভাবে কৃষকদের সমর্থন করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলিও কৃষকদের সমর্থনে সংসদে সরব হয়েছে। ফলে কৃষক আন্দোলন নিয়ে সরকারের উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থনও পেয়েছেন কৃষকরা। গ্রেটা টুনব্যার্গ সোশ্যাল মিডিয়ায় একটি টুলকিট শেয়ার করে কৃষকদের সমর্থন জানিয়েছিলেন। ওই টুলকিটটির মাধ্যমে কৃষক আন্দোলনকে সমর্থন করা যায়।
এর পরেই দিল্লি পুলিশ ওই টুলকিটটি নিয়ে তদন্ত শুরু করে। গ্রেটার টুইট উল্লেখ করে বলা হয়, এভাবেই 'দেশবিরোধী' টুলকিটের মাধ্যমে বহিঃশত্রুরা ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে।
সপ্তাহান্তে সেই টুলকিট পোস্ট করার জন্যই বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় দিশা রবিকে। আপাতত পাঁচ দিন পুলিশ হেফাজতে থাকতে হবে তাঁকে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনার পরেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। নাগরিক সমাজের অনেকেই প্রশ্ন তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি টুলকিট পোস্ট করার জন্য কীভাবে কারো বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা যায়? কৃষক আন্দোলনকে সমর্থন করা কখনোই কোনো অন্যায় হতে পারে না বলে তাঁদের দাবি। বস্তুত, দিশার ঘটনা নিয়ে টুইট করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। অরবিন্দ কেজরিওয়াল টুইট করে দিশার মুক্তির দাবি করেছেন।
তবে দিল্লি পুলিশ চাপের মুখে দমে যায়নি। ওই একই ঘটনায় আরো এক নারীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। নিকিতা জেকব নামের ওই নারীও একই টুলকিট শেয়ার করেছিলেন বলে অভিযোগ। নিকিতাকে ফেরার ঘোষণা করা হয়েছে। পেশায় আইনজীবী নিকিতার তরফেও সংবাদমাধঅযমকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।
ভিমা কোরেগাঁও মামলায় একাধিক বিশিষ্ট নাগরিককে জেলবন্দি করে রেখেছে সরকার। তার মধ্যে কবি-সাহিত্যিকরাও আছেন। এবার টুলকিট মামলায় যেভাবে দিশাকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক-সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এসজি/জিএইচ (পিটিআই)