1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুন্দুস পুনর্দখল

১ অক্টোবর ২০১৫

কুন্দুসের প্রধান এলাকাগুলি আবারো তাদের দখলে বলে দাবি করেছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ জঙ্গি গোষ্ঠী তালেবানকে হটিয়ে প্রথমে পুলিশ সদর দপ্তর, তারপর কারাগার এবং এবার, কুন্দুসের বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে তারা৷

https://p.dw.com/p/1GgO8
Afghanistan Taliban
ছবি: picture-alliance/dpa/J. Karger

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি একটি টুইটার বার্তায় জানিয়েছে, ‘‘কুন্দুস আবারো আমাদের দখলে৷ সেখানে আর কোনো জঙ্গি, শত্রুপক্ষের চিহ্ন নেই৷''

তালেবান অবশ্য এমন দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে৷ তাছাড়া গত দু'দিন ধরে চলা রাতভর যুদ্ধের সঠিক কোনো বর্ণনাও পাওয়া যাচ্ছে না৷ তবে কুন্দুসের গভর্নর হামদুল্লাহ দানিশি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, খুব তাড়াতাড়ি গোটা শহরটা তাদের দখলে চলে আসবে৷ দানিশির কথায়, ‘‘আমরা ইতিমধ্যেই কুন্দুস শহরের বেশ কিছু এলাকা পুনর্দখল করেছি৷ তালেবান আমাদের হামলায় বিপর্যস্ত এবং তাদের অধিকাংশই পলাতক৷''

Afghanistan Gegenoffensive nach Einnahme Kundus durch Taliban
ছবি: Reuters

জঙ্গি গোষ্ঠী তালিবান যেভাবে হঠাৎ করে কুন্দুস দখল করে নেয়, তা আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির জন্য চরম বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছিল৷ তাই তাদের হটিয়ে শহরসহ গোটা প্রদেশটি পুনর্দখলের জন্য জোরালো চেষ্টা শুরু করে আফগান সরকার৷ কুন্দুস ফিরিয়ে আনার এ লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে সহায়তা করছিল৷ গত দু'দিন ধরে তালেবানের অবস্থান লক্ষ্য করে সেখানে একটানা হামলা চালায় মার্কিন জঙ্গি বিমান৷

প্রেসিডেন্ট গনি জানান, বিদ্রোহীরা শহরের বেসামরিক নাগরিকদের মানব বর্ম হিসেবে ব্যবহার করছে৷ তাঁর কথায়, আফগানিস্তান এখনও তালিবানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি, কিন্তু তাদের আগে নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে৷ বলা বাহুল্য, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তান অভিযান শুরু হওয়ার পর তালিবান এই প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করতে সক্ষম হয়েছে৷

ডিজি/এসবি (এপি, এএফপি. রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান