1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১৪ – একটি রক্তাক্ত বছর

গাব্রিয়েল ডমিনগেজ/এসি২ জানুয়ারি ২০১৫

বিগত বছরে আফগানিস্তানে বেসামরিক হতাহতদের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে – এ যাবৎ বিশ্বে এটা নাকি সর্বোচ্চ৷ ইউএনএএমএ-র জর্জেট গানিয়ঁ ডয়চে ভেলেকে বলেন, দেশটিতে বেসামরিক ব্যক্তিরাই মূলত সহিংসতার শিকার হচ্ছেন৷

https://p.dw.com/p/1EEC8
Begräbnis des Kameramanns Zubair Hatami in Kabul 21.12.2014
ছবি: Reuters/O. Sobhani

২০১৪ সালের প্রথম ১১ মাসে আফগানিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে ১৯ শতাংশ – ২০১৩ সালের তুলনায়৷ ইউনাইটেড নেশন্স অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান বা ইউএনএএমএ বা উনামা-র পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বর অবধি আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন ৩,১৮০ জন বেসামরিক ব্যক্তি, আহত হয়েছেন আরো ৬,৪৩০৷ শিশুদের হতাহত হবার ঘটনা বেড়েছে ৩৩ শতাংশ৷ ২০১৪ সালে বেসামরিক হতাহতদের সামগ্রিক সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে, বলে মনে করা হচ্ছে – যা কিনা ২০০৯ সাল যাবৎ সর্বোচ্চ৷ ডয়চে ভেলের সাক্ষাৎকারে উনামা-র মানবাধিকার বিভাগের পরিচালক জর্জেট গানিয়ঁ বিষয়টি নিয়ে কথা বলেন৷

Afghanistan UN Menschenrechte Georgette Gagnon
জর্জেট গানিয়ঁছবি: picture-alliance/AP

ডিডাব্লিউ: বেসামরিক ক্ষয়ক্ষতির দিক থেকে আপনি ২০১৪ সালকে কিভাবে বর্ণনা করবেন?

জর্জেট গানিয়ঁ: ২০১৪ সালে ক্রমেই আরো বেশি সংখ্যক আফগান শিশু, মহিলা এবং পুরুষ আফগানিস্তান জুড়ে সংঘাতে নিহত কিংবা আহত হন৷ সরকার-বিরোধী গোষ্ঠীগুলির বর্ধিত আক্রমণ, আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর নতুন সামরিক অভিযান এবং এমন সব নতুন যুদ্ধের পদ্ধতি, যার ফলে আরো বেশি বেসামরিক ব্যক্তি তার শিকার হয়েছেন – বিশেষ করে জনবহুল এলাকায় আইইডি এবং মর্টারের ব্যবহার – এই সব মিলিয়ে ২০১৪ সালে বেসামরিক হতাহতের সংখ্যা চরমে পৌঁছায়

বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ার মূল কারণ কী?

বিশেষ করে বেসামরিক এলাকায় সরকারি সৈন্য আর বিদ্রোহীদের মধ্যে যুদ্ধে সবচেয়ে বেশি বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন: ৩২ শতাংশ৷ এটা ২০১৪ সালের একটা নতুন প্রবণতা৷ এর আগের বছরগুলোতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি, অর্থাৎ সরকার-বিরোধীদের হাতে-গড়া বোমাই ছিল হতাহতের মূল কারণ, কিন্তু এখন সেটা ২৯ শতাংশে, অর্থাৎ দ্বিতীয় স্থানে এসে দাঁড়িয়েছে৷

বেসামরিক ব্যক্তিদের হতাহত হবার অন্যান্য কারণ হলো: আত্মঘাতী বোমা আক্রমণ (১১ শতাংশ); নির্দিষ্ট হত্যাকাণ্ড (১০ শতাংশ); বিদ্রোহী গোষ্ঠীগুলির জটিল আক্রমণ (পাঁচ শতাংশ); পড়ে থাকা বোমা ও গোলাগুলি ফেটে হতাহত (চার শতাংশ); বিমান হানা (দুই শতাংশ) এবং সরকারি সেনাবাহিনীর তল্লাসি অভিযান (দুই শতাংশ)৷

এই সব হতাহতই কি বিদ্রোহীদের কারণে?

২০১৪ সালে নথিভুক্ত বেসামরিক হতাহতদের ৭৫ শতাংশ ঘটেছে বিদ্রোহীদের আক্রমণ ও অভিযানের কারণে৷ আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী এবং আন্তর্জাতিক সৈন্যদের গতিবিধি বেসামরিক হতাহতদের ১১ শতাংশের জন্য দায়ী৷ বেসামরিক ব্যক্তিদের নয় শতাংশ হতাহত হয়েছেন উগ্রপন্থি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে স্থলযুদ্ধ চলাকালীন৷

দেশের কোন কোন এলাকা বিশেষভাবে সংশ্লিষ্ট ছিল?

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণাঞ্চলে বেসামরিক হতাহতদের পরিমাণ ছিল সবচেয়ে বেশি: ২১ এবং ২০ শতাংশ৷ এছাড়া পূর্বাঞ্চলে ১৭ শতাংশ এবং মধ্য আফগানিস্তানে ১৫ শতাংশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান