কাশ্মীরের মানবাধিকার কর্মী আটক
১৬ সেপ্টেম্বর ২০১৬বুধবার জেনেভাগামী বিমানে উঠতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজ৷ ইমিগ্রেশন অফিসাররা তাঁকে বিমানে উঠতে দেননি৷ খুররম পারভেজের কাছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে যোগ দিতে যাবার আমন্ত্রণপত্র ছিল৷ যথাযথ ভিসাও ছিল তাঁর৷ অথচ তারপরও তাঁকে যেতে দেয়া হয়নি৷
জেনেভায় যেতে ব্যর্থ হয়ে শ্রীনগরে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন খুররম পারভেজ৷ বৃহস্পতিবার রাতে বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে৷ নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তাও বার্তাসংস্থা এপি-কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন৷ তবে গ্রেপ্তারের কারণ তিনি জানাননি৷
ভারতের মানবাধিকারকর্মী কবিতা কৃষ্ণনও কাশ্মীরের প্রথম সারির মানবাধিকার কর্মী খুররম পারভেজের গ্রেপ্তার হওয়ার খবরটি টুইটার ও ফেসবুকে শেয়ার করেছেন৷
তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা খবরটির নীচে একজনের মন্তব্য, ‘‘৩০ সেপ্টেম্বর, অর্থাৎ জাতিসংঘের অধিবেশনটি শেষ হওয়া পর্যন্ত সম্ভবত আটকে রাখা হবে তাঁকে৷''
জানা যায়, খুররম পারভেজ ও তাঁর মানবাধিকার সংস্থা ‘কোয়ালিশন অফ সিভিল সোসাইটি' অনেকদিন ধরেই কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরছিল৷ গত ৩ সেপ্টেম্বরও টুইটারে পুলিশের গুলিতে দুই তরুণের মৃত্যুর খবর জানান৷
সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৮০ জন নিহত এবং শহস্রাধিক মানুষ আহত হয়েছে৷
এসিবি/ডিজি (এপি, রয়টার্স)