1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সন্ত্রাসবাদভারত

কাশ্মীরে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত পাঁচ সেনা

২২ ডিসেম্বর ২০২৩

কাশ্মীরে ‘সন্ত্রাসবাদীদের’ বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল সেনা। বৃহস্পতিবার রাতে ডেরা কি গলিতে এই ঘটনা ঘটে।

https://p.dw.com/p/4aSrb
কাশ্মীরে একটি সেনা কনভয় যাচ্ছে।
কাশ্মীরে সেনার দুইটি গাড়ি আক্রমণ করে সন্ত্রাসবাদীরা। পাঁচজন সেনার মৃত্যু হয়েছে। ছবি: Dar Yasin/AP/picture alliance

সেনার তরফ থেকে জানানো হয়েছে, কাশ্মীরের রাজৌরি পুঞ্চ এলাকার ডেরা কি গলিতে সেনার গাড়ি যখন যাচ্ছিল, তখন ‘সন্ত্রাসবাদীরা’ গুলি চালায়৷ বুধবার রাত থেকে এই অঞ্চলে অভিযানে নেমেছিল তারা। সেই অভিযান এখনো চলছে। গুলির লড়াই অব্যাহত আছে। সেনাবাহিনী জানিয়েছে, ‘সন্ত্রাসবাদীদের’ গুলিতে পাঁচজন সেনার মৃত্যু হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সূত্র খবর দিয়েছিল, সেখানে জঙ্গিরা আছে। সেইমতো সেনা ও পুলিশের যৌথ অপারেশন শুরু হয়। অপারেশন চলছে।

গত মাসে রাজৌরির কালাকোটেতে অপারেশন চালাবার সময় পাঁচজন সেনার মৃত্যু হয়েছিল। গত কয়েক মাস ধরে রাজৌরি-পুঞ্চ এলাকায় ‘সন্ত্রাসবাদীদের’ সঙ্গে সেনা ও পুলিশের একাধিক সংঘর্ষ হয়েছে।  এলাকাটিকে ‘সন্ত্রাসবাদীদের হটবেড’ বলে চিহ্নিত করেছে নিরপত্তা বাহিনী।

গত এপ্রিল ও মে মাসে এই এলাকাতেই ১০ জন সেনা জওয়ান মারা গেছিলেন। ২০২১ এর পর থেকে এই এলাকা শান্ত ছিল। কিন্তু ২০২৩-এ এই এলাকা রীতিমতো অশান্ত হয়ে ওঠে।

গত দুই বছরে কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অপারেশনের সময় ৩৫ জন সেনার মৃত্যু হয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)