1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জম্মু-কাশ্মীরে সংঘর্ষ, মৃত চার

২ জানুয়ারি ২০২৩

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এখনো সেনা-বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষ চলছে। নিহতদের সকলেই বেসামরিক ব্যক্তি।

https://p.dw.com/p/4Lcpx
জম্মু-কাশ্মীরে সংঘর্ষ
ছবি: Faisal Bashir/SOPA Images via ZUMA Press Wire/picture alliance

জম্মু-কাশ্মীরের পুলিশ সূত্র জানিয়েছে, রাজৌরি জেলার ডাংরিতে এই সংঘর্ষ শুরু হয়েছে। আপার ডাংরির একটি স্কুলের কাছ থেকে প্রথম গুলির শব্দ পাওয়া যায়। সোমবার রাতে এই ঘটনা ঘটে। গুলিতে অন্তত ১০জন আহতহয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে একজন নারী এবং একটি শিশুও আছে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় এখনো পর্যন্ত জানা গেছে। তারা হলেন, সতীশ, দীপক এবং প্রীতম। বাকিদের সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বস্তুত, ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে করেও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আপার ডাংরিতে অন্তত তিনটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়েছে মনে করা হচ্ছে। কিন্তু কেন এই হামলা চালানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। গোটা অঞ্চল ঘিরে ফেলা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আক্রমণকারীদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

আহতদের মধ্যে একজন পুলিশকে জানিয়েছে, আচমকাই তাদের উপর গুলিবৃষ্টি শুরু হয়। তারা কোনোমতে প্রাণ বাঁচিয়েছেন বলে জানিয়েছেন ওই আহত ব্যক্তি। তবে আক্রমণকারীর সংখ্যা এখনো স্পষ্ট নয়। ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী এলাকায় পৌঁছে গেছে। তারাই আপাতত লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে।

এসজি/জিএইচ (পিটিআই, ইন্ডিয়া টুডে)