কারফিউ-এ বের হতে কুকুরের সঙ্গ চায় ডাচরা
২৩ জানুয়ারি ২০২১দেশে জরুরি অবস্থা চলাকালীন সময়ে সবকিছু বন্ধ থাকলেও ব্যতিক্রম হিসেবে খাবার ডেলিভারি, কুরিয়ার সার্ভিস ও যাদের কুকুর বা পোষা প্রাণী রয়েছে তাদের বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে৷ এই পরিস্থিতিতে ডাচরা কুকুরকে সঙ্গী করে বাইরে বের হওয়ার এক নতুন উপায় বের করেছে৷
দেশটিতে করোনা মহামারি ঠেকাতে শনিবার রাত ৯টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হবে আর এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশব্যাপী প্রথম কারফিউ জারি৷
যাদের পোষা প্রাণী রয়েছে এবং তাদের বাইরে নিয়ে যাওয়ার জন্য যাদের সাহায্যকারী প্রয়োজন কিংবা কুকুর বা পোষা প্রাণীকে স্বেচ্ছায় বাইরে নিয়ে যেতে আগ্রহী তাদের জন্য রয়েছে একটি ওয়েবসাইট৷ অলাভজনক এই ওয়েবসাইটের মালিক জোস ফন প্রুজিন বলেন, ‘‘অন্যের কুকুরকে বাইরে হাঁটাতে নিয়ে যেতে আগ্রহী আগে এমন অফার সপ্তাহে মাত্র ১০টি পেতাম ৷ তবে মঙ্গলবার কারফিউ পরিকল্পনা ঘোষণা করার পরে ৩০০ অফার পেয়েছি আমরা৷’’
এনএস/এসিবি (রয়টার্স)