কাতালোনিয়ার ভোটে গুরুত্ব পাচ্ছে স্বাধীনতার প্রশ্ন
২৫ নভেম্বর ২০১২স্পেনের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য কাতালোনিয়া যেখানে ৭৬ লাখ মানুষের বাস৷ স্পেনের মধ্যে হলেও তাদের ভাষা কাতালান৷ স্পানিশ ভাষার পাশাপাশি এই ভাষাতেও সব কাজ চলে এখানে৷ স্পেনের মোট সম্পদের এক পঞ্চমাংশ আসে কেবল এই কাতালোনিয়া থেকে৷ এই রাজ্যে অবস্থিত বার্সেলোনা শহর, যেটি তাদের বিখ্যাত ফুটবল ক্লাবের জন্য বেশি পরিচিত৷ স্পেনের অন্যান্য রাজ্যের চেয়ে ধনী কাতালোনিয়ার মানুষ অনেক দিন ধরে স্বাধীনতার স্বপ্ন দেখছে৷ রোববারের নির্বাচন সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য বড় একটি পদক্ষেপ হতে পারে৷
রাজ্যের মুখ্যমন্ত্রী আর্তুর মাস ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে নির্বাচনে বিজয়ী হলে আগামী কয়েক বছরের মধ্যে তিনি গণভোট দেবেন৷ তাতে কাতালোনিয়ার মানুষ নিজেরাই ঠিক করবে তারা মাদ্রিদের অধীনে থাকবে নাকি নিজেদের মতো করে আলাদা একটি রাষ্ট্র গঠন করবে৷ নির্বাচন পূর্ব জরিপে দেখা গেছে আর্তুর মাসের দল সংখ্যাগরিষ্ঠতা পাবে৷ তবে ১৩৫ আসনের রাজ্য সংসদে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাঁকে স্বাধীনতাপন্থী আরও কয়েকটি ছোট দলের সঙ্গে জোট করতে হবে৷
তবে আর্তুর মাস নির্বাচনে জিতলেই যে কাতালোনিয়ার স্বাধীনতা এসে যাবে, তা নয়৷ কারণ ইতিমধ্যে কেন্দ্র থেকে বাধা এসেছে এই ব্যাপারে৷ স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় বলেছেন, কাতালোনিয়ার প্রশাসন স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোন উদ্যোগ নিলে সাংবিধানিকভাবে সেটি মোকাবিলা করা হবে৷ এর বাইরে অর্থনৈতিক ও আন্তর্জাতিক বিষয়াদিও রয়েছে৷ যেমন স্পেনের আর বাকি জায়গার মতো কাতালোনিয়া রাজ্যও আর্থিক মন্দার মধ্যে পড়েছে৷ সেখানে বর্তমানে বেকারত্বের হার শতকরা সাড়ে ২২ ভাগ, যদিও তা স্পেনের সার্বিক বেকারত্বের শতকরা ২৫ ভাগের চেয়ে কম৷ কাতালোনিয়ার বাজেট ঘাটতি মেটানোর জন্য মাদ্রিদের সহায়তা দরকার৷ এর বাইরে রয়েছে ইউরো থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা৷ কারণ ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে, স্পেন থেকে আলাদা হয়ে গেলে স্বাধীন কাতালোনিয়া আপাতত ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকবে৷ তাই লাভ-ক্ষতির হিসেব কষতেই হচ্ছে কাতালোনিয়ার মানুষকে৷
আরআই/এএইচ (রয়টার্স, ডিপিএ)