কাটা পা নিয়ে উল্লাস, দুই পক্ষের নেতা গ্রেপ্তার
১৩ এপ্রিল ২০২০ওই ভিডিওতে নানা বয়সের একদল লোককে ধারালো অস্ত্র, বল্লম ও লাঠি হাতে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে শোনা যায়৷ তাদের একজন ‘গোড়ালির উপর থেকে বিচ্ছিন্ন করে ফেলা রক্তাক্ত একটি পা' হাতে নিয়ে চলছিল৷ পাশে আরেকজনকে ‘মাথা কেটে নেওয়ার' কথা বলতে শোনা যায়৷
টেলিফোনে ডয়চে ভেলেকে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা নিশ্চিত করেন নবীনগর থানার ওসি রঞ্জিত রায়৷
তিনি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের সাত/আটটি গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে৷ রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মোবারক নামে এক ব্যক্তির পা কেটে ফেলে৷
‘‘উন্নত চিকিৎসার জন্য ব্রাক্ষ্মণবাড়িয়া জেনারেল হাসপাতল থেকে মোবারককে ঢাকায় পাঠানো হয়েছে৷
‘‘পুলিশ দুই পক্ষের দুই নেতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান এবং অপর পক্ষের নেতা আবু কাউসার মোল্লাসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে৷’’
ঢাকার কয়েকটি সংবাদমাধ্যম জানায়, জিল্লুর রহমানকে ঢাকার কলাবাগান এলাকা থেকে এবং আবু কাউসারকে আশুগঞ্জ উপজেলার বায়েক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ আবু কাউসার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের ‘সর্দার’ হিসেবে পরিচিত৷
এছাড়া, রোববার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়৷ সোমবার স্থানীয় সময় দুপুরে ডয়চে ভেলের সঙ্গে কথা বলার সময় তখনও গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান ওসি রঞ্জিত৷
দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন৷ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও পুলিশের বরাত দিয়ে জানায় স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম৷
আরআর/এসএনএল/কেএম