বাংলাদেশ পুলিশের নতুন প্রধান বেনজীর
৮ এপ্রিল ২০২০বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বুধবার এই আদেশ জারি করেছে বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
২০১৫ সাল থেকে বেনজীর আহমেদ র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন৷ এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন৷ ১৯৮৮ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন৷ বর্তমানে পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসা জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর বেনজীর৷
অন্যদিকে র্যাবের শীর্ষপদে তার উত্তরসূরি হচ্ছেন অতিরিক্ত মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন৷ দুইজনেরই নতুন দায়িত্বের মেয়াদ শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে৷
এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)