কলকাতা নাইট রাইডার্সে লিটনের সঙ্গী সাকিব
২৩ ডিসেম্বর ২০২২আইপিএল নিলামের একদম শেষ পর্যায়ে বড় সুখবর এলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য৷ প্রথমে দল পেলেন লিটন কুমার দাস, এরপর সাকিব আল হাসান৷ দুজনকেই ভিত্তিমূল্যে দলে নিল কলকাতা নাইট রাইডার্স৷
সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল এক কোটি ৫০ লাখ রুপি, আর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের ৫০ রাখ রুপি৷ নিলামে আর কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের বিষয়ে আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাদেরকে পেয়ে যায় কলকাতা৷
এদিকে প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস৷ আর এবার নিয়ে অষ্টম মৌসুম খেলবেন সাকিব আল হাসান৷
সাকিব ও লিটনকে দিয়ে এবারের আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হলো তিনজন৷ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে এবারও ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস৷
নিলামে নাম ওঠে তাসকিন আহমেদেরও৷ তবে ৫০ লাখ ভিত্তিমূল্যের পেসারকে নিতে আগ্রহ দেখায়নি কেউ৷
বাংলাদেশের আর একজনই ক্রিকেটারই ছিলেন তালিকায়৷ সেই আফিফ হোসেনের নামই ওঠেনি নিলামে৷
বাংলাদেশ থেকে সাকিব, লিটন, মুস্তাফিজ ছাড়া নানা সময়ে আইপিএলে পা পড়েছে মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
দেখুন গত বছরের ছবিঘর...