করোনায় বাড়ছে বিশ্বজুড়ে সংঘর্ষ, সহিংসতা
১৩ আগস্ট ২০২০বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বর্তমান করোনা সংকট বাড়াচ্ছে বিশ্বজুড়ে সংঘর্ষ৷ শুধু তাই নয়, অনেক জায়গায় নতুন সংঘাতের পরিস্থিতিও তৈরি হচ্ছে এই সংকটের কারণে, জানান তিনি৷
চলমান পরিস্থিতিকে মাথায় রেখে মার্চ মাসে গুটেরেস বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন৷ কিন্তু, বেশির ভাগ ক্ষেত্রেই মহামারির বাস্তবতা সংঘর্ষ ঠেকাতে পারেনি৷ যুদ্ধবিরতিও লক্ষ্য করা যায়নি কোথাও, যেমনটা চেয়েছিলেন গুতেরেস৷
কিন্তু সব দেশের পরিস্থিতিই এক রকম নয়, জানান তিনি৷ গুতেরেস বলেন, ‘‘কিছু কিছু দেশ শান্তিরক্ষার্থে যথেষ্ট অর্থায়নে আগ্রহ দেখিয়েছে৷ তা অবশ্যই আশা জাগায়৷ এটাই আমার মতে বর্তমানে সংঘর্ষ বা যুদ্ধ মোকাবিলায় সবচেয়ে ভালো পন্থা৷ এতে করে ভবিষ্যৎ শান্তি সুনিশ্চিত হবে৷''
করোনাকালে যুদ্ধ, কর্তৃপক্ষের ব্যর্থতা
২০১১ সাল থেকে এখনও চলছে সিরিয়াতে গৃহযুদ্ধ৷ ২০১১ সাল থেকে প্রায় পাঁচ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এই যুদ্ধে৷ শনিবার সিরিয়ার জন্য নতুন করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে জাতিসংঘ৷ ইয়েমেনে গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের পাশাপাশি সিরিয়ার পরিস্থিতি বর্তমানে বিশ্বের অন্যতম সংঘর্ষপ্রবণ এলাকা৷
করোনাকালেও এতে কোনো পরিবর্তন আসেনি৷ উল্টোদিকে যুদ্ধে বিধ্বস্ত ইদলিব অঞ্চলে ইতিমধ্যে শনাক্ত হয়েছে করোনা সংক্রমণ৷
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলির পাশাপাশি চীন, ব্রাজিল থেকে উঠে আসছে করোনা মহামারির মধ্যেও সংঘর্ষের, আগ্রাসনের খবর৷ উঠে আসছে বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকটের মধ্যেই ভারত-চীন সীমান্ত সংঘাতের খবরও৷
বিশেষজ্ঞদের মতামত, এই সংকট একদিকে যেমন দেশগুলির স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র উন্মোচন করছে, অন্যদিকে সংঘর্ষ মোকাবিলায় ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাদের ব্যর্থতাও প্রকাশ করছে৷
এসএস/কেএম (রয়টার্স, এপি, ডিপিএ)