1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় অর্থনৈতিক সংকটে লেবানন

২৯ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের কারণে এক মাস লক ডাউনের ফলে অর্থনৈতিক সংকট দেখা দেয়ায় ব্যাপক বিক্ষোভ চলছে লেবাননে৷ নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের৷

https://p.dw.com/p/3bXzO
ছবি: picture-alliance/AP Photo/B. Hussein

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে৷ আহত হয়েছেন অন্তত ২০ জন বিক্ষোভকারী৷

সোমবার রাতভর চলা বিক্ষোভ দাঙ্গায় রূপ নিলে নিহত হন এক বিক্ষোভকারী৷ আহত হয়েছে অন্তত ৪০ সেনা৷

অক্টোবর থেকেই দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে৷ এর মধ্যে করোনা সংকটে লকডাউনের ফলে মুদ্রার ‘দাম’ কমে গেছে, অনেক মানুষ চাকরি হারিয়েছে৷ দেশের ৬০ ভাগেরও বেশি তরুণ বেকার৷

মঙ্গলবার বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ব্যাংকে পেট্রোল বোমা ছুড়লে আগুন ধরে যায়৷ এ সময় নিরাপত্তারক্ষীরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস ছোঁড়ে৷

অর্থনৈতিক সংকট মোকাবেলায় বৈরুত খুব শিগগিরই পরিকল্পনা নেয়ার কথা ভাবলেও এ সংকট সহজে কাটবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ প্রধানমন্ত্রী হাসান দিয়াব সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, যা বাস্তব৷ কালো বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশংকা করছেন তিনি৷ মঙ্গলবার লেবানিজ পাউন্ডে এক ডলারের দাম দিল চার হাজার পাউন্ড৷

জাতিসংঘে নিযুক্ত লেবাননের বিশেষ দূত ইয়ান কুবিস বলেছেন, লেবাননের রাজনৈতিক নেতাদের জন্য এটা একটা অশনী সংকেত৷ এখনই উপযুক্ত পদক্ষেপ না নিলে দেশটিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরো বাড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি৷ বিশেষ করে শরণার্থী এবং দরিদ্র মানুষদের জীবন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তার৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

গত অক্টোবরের ছবিঘরটি দেখুন...