চীনে একদিন মারা গেল ৩৪ জন
৩০ জানুয়ারি ২০২০মারা যাওয়া ৩৪ জনের মধ্যে একজন বাদে সবাই চীনের হুবেই প্রদেশের বাসিন্দা৷ এই রাজ্যেরই উহান শহরে গত ৩১ ডিসেম্বর প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল৷
এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৭৭১-এ পৌঁছেছে বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন৷ আরও প্রায় ৮১ হাজার মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷
ডাব্লিউএইচওর দুঃখ প্রকাশ
সপ্তাহখানেক আগে করোনা ভাইরাস নিয়ে দুই দফা বৈঠক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ সেই সময় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি৷ তখন এই ভাইরাসের ঝুঁকিকে ‘মাঝারি পর্যায়ের' বলে মন্তব্য করেছিল ডাব্লিউএইচও৷ এ কারণে ‘গভীর দুঃখ' প্রকাশ করেছেন সংস্থার প্রধান টেড্রোস আঠানোম গেব্রেয়েসুস৷ কারণে সেই সময় একে ‘উচ্চমাত্রার' ঝুঁকি বলে ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন তিনি৷
এদিকে, বৃহস্পতিবার আবারও বৈঠকে বসতে যাচ্ছে ডাব্লিউএইচওর বিশেষজ্ঞ কমিটি৷ সেখানে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা তা নিয়ে আলোচনা হবে৷
এর আগে এবোলা, সোয়াইন ফ্লু সহ পাঁচবার বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
১৫ দেশে ছড়িয়ে পড়েছে
করোনা ভাইরাস ইতিমধ্যে চীন পেরিয়ে ১৫টি দেশে ছড়িয়ে পড়েছে৷ জার্মানিতে এখন পর্যন্ত চারজন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে৷ তারা সবাই বাভারিয়া রাজ্যের বাসিন্দা৷ সম্প্রতি একজন চীনা কর্মীর ঐ এলাকা সফরের কারণে এই ভাইরাস এসেছে বলে মনে করা হচ্ছে৷
এখন পর্যন্ত ১১টি এয়ারলাইন্স চীনে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে৷
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স, ডিপিএ)