1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে একদিন মারা গেল ৩৪ জন

৩০ জানুয়ারি ২০২০

চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩৪ জন মারা গেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে সরকার৷ এদিকে, এই ভাইরাসের কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা উচিত কিনা, তা নিয়ে বৈঠক করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও৷

https://p.dw.com/p/3X2Hu
BG Wuhan Krankenhausbau
উহানের হাসপাতালের বাইরে বিশ্রাম নিচ্ছেন এক নির্মাণ শ্রমিকছবি: Getty Images

মারা যাওয়া ৩৪ জনের মধ্যে একজন বাদে সবাই চীনের হুবেই প্রদেশের বাসিন্দা৷ এই রাজ্যেরই উহান শহরে গত ৩১ ডিসেম্বর প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল৷

এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৭৭১-এ পৌঁছেছে বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন৷ আরও প্রায় ৮১ হাজার মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷

ডাব্লিউএইচওর দুঃখ প্রকাশ

সপ্তাহখানেক আগে করোনা ভাইরাস নিয়ে দুই দফা বৈঠক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ সেই সময় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি৷ তখন এই ভাইরাসের ঝুঁকিকে ‘মাঝারি পর্যায়ের' বলে মন্তব্য করেছিল ডাব্লিউএইচও৷ এ কারণে ‘গভীর দুঃখ' প্রকাশ করেছেন সংস্থার প্রধান টেড্রোস আঠানোম গেব্রেয়েসুস৷ কারণে সেই সময় একে ‘উচ্চমাত্রার' ঝুঁকি বলে ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন তিনি৷

এদিকে, বৃহস্পতিবার আবারও বৈঠকে বসতে যাচ্ছে ডাব্লিউএইচওর বিশেষজ্ঞ কমিটি৷ সেখানে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা তা নিয়ে আলোচনা হবে৷

এর আগে এবোলা, সোয়াইন ফ্লু সহ পাঁচবার বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

১৫ দেশে ছড়িয়ে পড়েছে

করোনা ভাইরাস ইতিমধ্যে চীন পেরিয়ে ১৫টি দেশে ছড়িয়ে পড়েছে৷ জার্মানিতে এখন পর্যন্ত চারজন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে৷ তারা সবাই বাভারিয়া রাজ্যের বাসিন্দা৷ সম্প্রতি একজন চীনা কর্মীর ঐ এলাকা সফরের কারণে এই ভাইরাস এসেছে বলে মনে করা হচ্ছে৷

এখন পর্যন্ত ১১টি এয়ারলাইন্স চীনে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য