করোনা বিধিনিষেধের বিরুদ্ধে জার্মানিজুড়ে বিক্ষোভ
১৪ মার্চ ২০২১জার্মানির পূর্ব অঞ্চলের শহর ড্রেসডেনে ১২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে৷ বিক্ষোভকারীদের মধ্যে ডানপন্থি ক্যোয়ারডেনকেন এর সদস্যরাও ছিলেন, যারা করোনা আছে এমনটাই অস্বীকার করেন৷ সেই সঙ্গে টিকা বিরোধী হিসেবেও পরিচিত তারা৷
ড্রেসডেন শহরে প্রায় এক হাজার মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন৷ তাদের র্যালিতে অস্ত্র নিয়ন্ত্রণ ও পুলিশ কর্মকর্তাদের প্রতি সহিংস আচরণের মতো ৪৭টি আইন ভঙ্গের ঘটনা ঘটেছে৷ ৩৬ বছর বয়সি একজনকে সাময়িকভাবে আটক করা হয়৷ আরো তিনজনকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অপরাধমূলক আচরণের জন্য গ্রেপ্তার করা হয়েছে৷
রাজধানী বার্লিনেও হাজার খানেক মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন৷ তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে জড়ো হন৷ এসময় স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি না মানায় ৫০ জনকে বাধা দেয় পুলিশ৷ সেখানে করোনার নিয়মকানুন বজায় রাখার পক্ষে পাল্টা বিক্ষোভ করেছেন অনেকে৷
দক্ষিণের শহর স্টুটগার্টে ৭৫০ জনের বেশি প্রতিবাদে অংশ নেন৷ তাদের অনেকেরই মুখে ছিল না মাস্ক, মানেননি সামাজিক দূরত্ব৷ এসময় তারা স্লোগান দেন, ‘যথেষ্ট হয়েছে৷'
স্টুটগার্টে বিক্ষোভকারীদের আক্রমনের শিকার হয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার মাধ্যমে এসভেআর এর সাংবাদিকরা৷ তবে কেউ আহত হননি৷ সাংবাদিকদের একটি ইউনিয়ন এই ঘটনার নিন্দা জানিয়েছে৷
মিউনিখে আড়াই হাজার আন্দোলনকারী বাভারিয়া রাজ্যের সংসদের সামনে জড়ো হন৷ তবে পুলিশ শেষ পর্যন্ত ৫০০ জনকে অংশ নেয়ার অনুমতি দেয়৷ এছাড়াও ড্যুসেলডর্ফে দুই হাজার জন ও হানোফারে কয়েকশো মানুষ প্রতিবাদ করেন৷
এদিকে, জার্মানির সরকার অন্তত ২৮ মার্চ পর্যন্ত করোনা বিধিনিষেধের সময়সীমা বর্ধিত করেছে৷ রেস্টুরেন্ট, বার, খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে নভেম্বরের শুরু পর্যন্ত৷ তবে স্থানীয় সংক্রমণ হারের উপর নির্ভর করে দোকান খোলা যাবে৷
জার্মানিতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত আবারো বাড়তে শুরু করেছে৷ শনিবার প্রতি লাখ জনগোষ্ঠীর মধ্যে সাপ্তাহিক আক্রান্তের হার ছিল ৭৬ দশমিক এক জন, যা একদিন আগে ছিল ৭২ দশমিক চার৷ জার্মানির সরকারের স্বাস্থ্য বিষয়ক সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এর আশঙ্কা এই হার আরো দ্রুত বাড়বে৷ মধ্য এপ্রিল নাগাদ যা ৩৫০ জনে পৌঁছাতে পারে৷
এফএস/এআই (এপি, ডিপিএ)