কংক্রিট দিয়ে তৈরি আসবাবপত্র!
২৭ ডিসেম্বর ২০১৬কার্বনের জাল যোগ করে কংক্রিটের আরও একটি স্তরের মধ্যে তা বসানো হয়৷ সবশেষে চূড়ান্ত টেক্সটাইল কংক্রিট ২৪ ঘণ্টা ধরে শক্ত করা হয়৷ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রো. মানফ্রেড কুয়রবাখ বলেন,‘‘হালকা কাঠামোর কারণে কম উপকরণ লাগে৷ জ্বালানিও কম পোড়ে৷ সিমেন্ট তৈরির সময় কম কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হয়৷''
টেক্সটাইল কংক্রিট কত চাপ নিতে পারে, এবার তার প্রমাণ দেবার সময় এসেছে৷ যে সব প্রকল্পে টেক্সটাইল কংক্রিট ব্যবহার করা হচ্ছে, সেগুলির সার্ভে-র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থপতিরা এই প্রযুক্তি সম্পর্কে আরও জানতে গবেষণাগারে ক্র্যাশ টেস্ট-এর ফলাফল কাজে লাগাতে পারেন৷
বিজ্ঞানীরা টেক্সটাইল কংক্রিট দিয়ে তৈরি একটি গার্ডারের উপর চাপ সৃষ্টি করে ভাঙার ঠিক আগের অবস্থা পর্যন্ত নিয়ে যেতে চান৷ চাপ ক্রমেই বাড়িয়ে দেওয়া হয়৷ চিড় ধরতে শুরু করে৷ কিন্তু ভেতরের কার্বন উপকরণ প্রবল চাপ সহ্য করার ক্ষমতা রাখে৷ পরীক্ষায় দেখা গেল, যে টেক্সটাইল কংক্রিট প্রচলিত রিইনফোর্সড কংক্রিটের তুলনায় ৬ গুণ বেশি মজবুত৷
তবে নতুন এই উপকরণের এত গুণ থাকা সত্ত্বেও সেটি কিন্তু ধ্বংস করা সম্ভব৷ প্রো. কুয়রবাখ বলেন, ‘‘আমরা যখন টেক্সটাইল কংক্রিট দিয়ে প্রথম সেতু তৈরি করতে চেয়েছিলাম, তখন তার দুটি সংস্করণ তৈরি করতে হয়েছিল৷ ল্যাবে একটি সেতুর উপর যতটা সম্ভব ভার চাপানো হয়েছিল, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সহনশীলতা মাপতে পারে৷ এটাই সেই সংস্করণ৷ এখনো চিড় দেখা যাচ্ছে, কোনোরকমে মেরামতি করে দেখানো হচ্ছে৷''
সেতুর অন্য সংস্করণটি দেখিয়ে দিয়েছে, সেটি কতটা মজবুত৷ ল্যাবে ও হাতেনাতে বিভিন্ন পরীক্ষা থেকে পাওয়া জ্ঞানের ভিত্তিতে বিজ্ঞানীরা আরও নির্মাণের পরিকল্পনা করছেন৷
টেক্সটাইল কংক্রিট দৈনন্দিন বস্তু তৈরির ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষায় উদ্বুদ্ধ করে৷ ড্রেসডেন ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে ডিজাইন করা আসবাবপত্রে আরাম করে বসতে পারে৷ প্রো. কুয়রবাখ বলেন, ‘‘আসলে ঘরের মধ্যে কংক্রিটের ব্যবহার সহজে আশা করা যায় না৷ এটা বিস্ময়কর নয়, কারণ কংক্রিট হয় মোটা, বড়সড় ও ভারি৷ ফলে বসার ঘরে এমন উপকরণ কেউ চায় না৷ কিন্তু কার্বন ব্যবহার করলে অত্যন্ত পাতলা করে তৈরি করা যায়৷ ছোট, পাতলা অংশ তৈরি করে তা দিয়ে চেয়ার, টেবিল অথবা সোফা তৈরি করা যায়৷''
টেক্সটাইল কংক্রিট ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে৷ কে জানে, ভবিষ্যতে এমন পাতলা ও মজবুত টেক্সটাইল কংক্রিট দিয়ে কী তৈরি হবে?