ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত এক, আহত পুলিশ
২০ জুন ২০২২ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ দপ্তরের মুখপাত্র ফক্স নিউজকে জানিয়েছেন, ইউ স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে, তাতে ১৫ বছরের একটি ছেলের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয় বলে জানা গেছে। একজন পুলিশ কর্মী-সহ আরো দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশপ্রধান জানিয়েছেন। পুলিশকর্মীকে আসঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের নীচের অংশে গুলি লেগেছে। চিকিৎসকদের বক্তব্য, ওই পুলিশ অফিসার চিকিৎসায় সাড়া দিয়েছেন। বাকি দুই আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ অফিসার জানিয়েছেন, সন্ধে ছয়টা নাগাদ ঘটনাটি ঘটে। সে সময় রাস্তার উপর একটি অনুষ্ঠান হচ্ছিল। ভিড়ের ভিতর থেকে বন্দুকধারী গুলি চালায়। সে কারণেই পুলিশ অফিসার পাল্টা গুলি চালাননি। বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তা থেকে আহতদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। গোটা এলাকা ছত্রভঙ্গ হয়ে আছে।
স্থানীয় পুলিশপ্রধান জানিয়েছেন, শনিবার রাতে ওই এলাকায় পুলিশ তল্লাশি অভিযানে নেমেছিল। একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে এদিন যে বন্দুক থেকে গুলি চলেছে, তা উদ্ধার করা যায়নি। আততায়ী বন্দুক সঙ্গে নিয়েই পালিয়েছে বলে মনে করা হচ্ছে। ওই আততায়ীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
স্থানীয় মেয়র গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। দ্রুত বন্দুকধারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।
এসজি/জিএইচ (এপি, ফক্সনিউজ)