ওমিক্রন: ইসরায়েলে বিদেশিদের প্রবেশ নিষেধ
২৮ নভেম্বর ২০২১করোনার নতুন ধরন ওমিক্রন যাতে ছড়াতে না পারে, তাই বিদেশিদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১৪ দিনের জন্য তারা বিদেশিদের প্রবেশ বন্ধ করে দিচ্ছেন। ইসরায়েলই প্রথম দেশ যারা ওমিক্রন ঠেকাতে এরকম চরম ব্যবস্থা নিল।
ইসরায়েলে ইতোমধ্যেই একজন ওমিক্রন ভাইরাসে আক্রান্ত। আরো সাতজন এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। তারা সকলেই নিভৃতবাসে আছেন। করোনার এই নতুন এই ভাইরাস পাঁচগুণ বেশি সংক্রামক বলেও মনে করা হচ্ছে।
ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রায় প্রতিটি দেশেই করোনার এই নতুন ভাইরাস ঢুকে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন এই ভাইরাসকে আটকাতে পারবে, কিন্তু কতটা আটকাবে তা তারা জানেন না। সাউথ আফ্রিকা থেকে এই ভাইরাসের সংক্রমণ শুরু। এখন তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে। যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালিতে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছেন। হংকংয়েও হয়েছেন।
ইসরায়েলে এখন এই ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছিলেন, তা খোঁজ করে দেখা হচ্ছে। এর জন্য কাউন্টার-টেররিজম ফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
ইসরায়েলের নাগরিকরা বিদেশ থেকে দেশে আসলেই বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ নিভৃতবাসে থাকতে হচ্ছে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)