1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামীণ ব্যাংক আইন সংশোধন

২৩ আগস্ট ২০১২

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগে অধ্যাদেশ জারি করেছে সরকার৷ সংশোধিত আইন গেজেট আকারের প্রকাশ করা হয়ছে৷ আইনমন্ত্রী বলেছেন, এই পরিবর্তন আনা হয়েছে এমডি নিয়োগে স্বচ্ছতা আনার জন্যই৷

https://p.dw.com/p/15vW1
ছবি: AP

গ্রামীণ ব্যাংকের আইন সংশোধনের অনুমোদন দেয় মন্ত্রীসভা গত ২রা আগস্ট৷ আর রাষ্ট্রপতি তাতে সম্মতি দেয়ার পর, তা গেজেট আকারে প্রকাশ করে অধ্যাদেশ জারি করা হয়েছে আজ৷ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, সংসদের আগামী অধিবেশনের প্রথম দিনেই এটা বিল আকারে উত্থাপন করা হবে৷ এই অধ্যাদেশ অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সঙ্গে আলাপ করে একটি সিলেকশন কমিটি গঠন করবেন, যাতে তিন থেকে পাঁচ জন থাকবেন৷ এরপর সেই কমিটি ঐ তিন জনের নাম প্রস্তাব করবে৷ আর তাঁদের মধ্য থেকেই একজনকে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে বেছে নেয়া হবে৷

Phone business financed by a Grameen Bank loan
ছবি: picture-alliance / Godong

আগের আইনে সিলেকশন কমিটি এবং এমডি নিয়োগের এক্তিয়ার ছিল পরিচালনা পর্ষদের হাতে৷ এই অধ্যাদেশের মাধ্যমে তা খর্ব করা হল বলে অভিযোগ৷ তবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, কারুর ক্ষমতা খর্ব করা নয়, বরং গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে স্বচ্ছতা আনতেই আইনে এই পরিবর্তন আনা হয়েছে৷

তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে পরিচালনা পর্ষদকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে৷ এতে সরকার বা ব্যাংকের চেয়ারম্যান কোনোভাবে হস্তক্ষেপ করলে স্বচ্ছতা নিশ্চিত হবেনা৷ আর এমডি হিসেবে এমন ব্যক্তিকে বেছে নিতে হবে, যাঁর ক্ষু্দ্র ঋণ নিয়ে বাস্তব জ্ঞান আছে৷

বলাবাহুল্য, এমডি হলেন গ্রামীণ ব্যাংকের প্রধান নির্বাহী৷ গত বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয়ার পর থেকে নতুন এমডি নিয়োগ নিয়ে বিতর্ক চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান