1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার টুইটার ব্যবহারকারীদের তথ্য ‘পাচার'

৭ আগস্ট ২০১৯

সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীর তথ্য পাচারের অভিযোগ উঠেছিল৷ এবার ব্যবহারকারীদের তথ্য পাচার হয়ে যাওয়ার কথা বলছে টুইটার৷

https://p.dw.com/p/3NUhg
Symbolbild - Twitter Logo auf Handydisplay
ছবি: picture-alliance/AP Photo/M. Rourke

টুইটার নিজেই এ বিষয়টি স্বীকার করেছে৷ টুইটার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অনুমতি ছাড়াই ব্যবহারকারীর তথ্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোকে দেয়ার ঘটনা ঘটেছে৷ তবে এটি ইচ্ছাকৃত নয় বলে দাবি তাদের৷ এ ঘটনায় কোন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিয়টিও তদন্ত করছে বলে জানিয়েছে তারা৷ 

বুধবার এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীরা তাঁদের তথ্য ব্যবহারের অনুমতি না দিলেও গত বছরের মে মাস থেকে ব্যবহারকারীদের তথ্য বিজ্ঞপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে শেয়ার হয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে৷ তবে এটি ঘটেছে মূলত সামাজিক যোগযোগমাধ্যমটির ব্যবহারকারীদের প্রাফাইল সেটিংসের ত্রুটির কারণে৷

বিবৃতিতে টুইটার জানায়, এ সময়ের মধ্যে টুইটার ব্যবহারকারীদের বিশেষ ধরনের তথ্য যেমন কান্ট্রি কোড বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো পেয়েছে৷

কর্তৃপক্ষ জানায় চলতি মাসের পাঁচ তারিখে বিষয়টি তাদের নজরে আসলে তদন্ত করতে শুরু করে তারা৷

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য পাচারের বিষয়টি নতুন নয়৷ তার আগে ফেসবুকের বিরুদ্ধে এ অভিযোগ উঠে৷  বলা হয় যে, অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের তথ্য বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে আদান প্রদানের ঘটনা ঘটিয়েছে ফেসবুক৷ উল্লেখ্য, সারা বিশ্বে প্রায় ৩৩ কোটি টুইটার ব্যবহারকারী রয়েছে৷

আরআর/ কেএম (ডিপিএ, স্ট্যাটিস্টা ডটকম)          

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য