এখনো মহাশূন্য নিয়ে লড়ছে অ্যামেরিকা-রাশিয়া
৮ এপ্রিল ২০২০মহাশূন্যের 'সম্পদ’ আহরণের জন্য প্রণয়ন করা নীতিমালায় স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ নীতিমালায় বলা হয়েছে, ‘‘মহাশূন্যের সম্পদের বাণিজ্যিক অন্বেষণ, উদ্ধার ও ব্যবহারের অধিকার যুক্তরাষ্ট্রের থাকা উচিত৷’’ সেখানে বিশ্বের সবার অধিকার থাকতেই হবে এমন বিষয় যুক্তরাষ্ট্রের নজরে নেই বলেও নীতিমালায় উল্লেখ করা হয়৷
যুক্তরাষ্ট্রের মহাশূন্য নীতিমালা ১৯৬৭ সালে স্বাক্ষর করা মহাশূন্য চুক্তি অনুসরণ করে৷ যুক্তরাষ্ট্র মনে করে, ৫৩ বছর আগের ওই চুক্তি এই গ্রহের বাইরে মহাশূন্যের সব সম্পদ কাজে লাগানোর অধিকার দেশটিকে দিয়েছে৷
রাশিয়ার প্রতিবাদ
এদিকে মহাশূন্যের 'সম্পদ' আহরণের জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগের কঠোর সমালোচনা করেছে রাশিয়া৷ প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর করা নির্বাহী আদেশকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ৷ একই প্রসঙ্গে রসকসমসের ডেপুটি ডিরেক্টর সের্গেই সাবলিয়েভ বলেছেন, ‘‘মহাশূন্য নিয়ে এই উদ্যোগ এবংঅন্যান্য গ্রহের জায়গা দখলের এই আগ্রাসী পরিকল্পনা সব দেশের মধ্যে কার্যকর সহযোগিতার সম্পর্ক স্থাপনে সহায়ক হবে না৷''
লুইস সেন্ডার্স ফোর/ এসিবি