এখনো থমথমে যোধপুর, গ্রেপ্তার ৫২
৪ মে ২০২২এখনো ইন্টারনেট পরিষেবা বন্ধ রাজস্থানের যোধপুরে। দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত পুলিশ ৫২ জনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৪৫ জনকে। বুধবার দুপুর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা চালু করা হয়নি।
গোটা ঘটনাটিই ঘটেছে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নিজের শহরে। ফলে প্রশাসন বাড়তি সতর্কতা নিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। যোধপুরের একাধিক এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে উদয় মন্দির এবং নাগোরি গেটে।
সোমবার রাতে ধর্মীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রথম সংঘর্ষ হয়। একই সময় ঈদ এবং পরশুরাম জয়ন্তী থাকায় দুই সম্প্রদায়ের মানুষই একই জায়গায় ধর্মীয় পতাকা লাগানোর চেষ্টা করেন। সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। দাঙ্গাকারীরা পুলিশের দিকে ইঁট ছোঁড়ে বলে অভিযোগ। পাঁচজন পুলিশ আহত হন। এরপর পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে।
মুখ্যমন্ত্রী অশোক গেহলট বুধবার সকালে বলেছেন, বিজেপি এই ধরনের উস্কানি দিচ্ছে। বিজেপি অবশ্য পাল্টা অভিযোগ করেছে সরকারের বিরুদ্ধে। উল্লেখ্য, সম্প্রতি দিল্লি, গুজরাট এবং মধ্যপ্রদেশেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল।
এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)