1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনো ভারতে হাত দিয়ে মানুষের মল পরিষ্কার চলছে

২৫ আগস্ট ২০২১

আইন করে ভারতে হাত দিয়ে মানুষের মল পরিষ্কারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ তবে এখনও তা চলছে বলে অভিযোগ অ্যাক্টিভিস্টদের৷

https://p.dw.com/p/3zTJ6
Müllfrauen in Indien
ছবি: Prakash Singh/AFP/Getty Images

গতমাসে ভারত সরকার জানায়, হাত দিয়ে মল পরিষ্কার করতে গিয়ে কারও মৃত্যু হয়নি৷ তবে সরকারের এমন বক্তব্যের সমালোচনা হয়েছে৷ সাফারি কর্মচারী আন্দোলনের বেজওয়াদা উইলসন টুইট করে জানিয়েছেন, এই কাজ করতে গিয়ে এবছর অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে৷ আর ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৪৭২ জনের প্রাণ গেছে৷

বেসরকারি সংস্থা সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক বলেন, সেপটিক ট্যাংক ও নর্দমা পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনার কারণে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে৷ ‘‘যেমন বাতি হাতি নিয়ে অতিরিক্ত মিথেন গ্যাসে পূর্ণ নর্দমা পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান অনেকে,'' বলেন তিনি৷

এছাড়া বিষাক্ত গ্যাসের মধ্যে কাজ করতে গিয়ে শ্বাসরোধেও অনেকে মারা যান৷ তাছাড়া কলেরা, হেপাটাইটিস, মেনেনজাইটিস, জণ্ডিস, চর্মরোগ, এমনকি হৃদরোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে৷

দিল্লিসহ কয়েকটি রাজ্য নর্দমা পরিষ্কার কাজে মেশিন ব্যবহার শুরু করেছে৷ তবে মেশিনের সংখ্যা খুব বেশি নয়৷ এছাড়া অনেক জায়গায় সরু লেনের কারণে মেশিন ব্যবহার সম্ভব হয়না৷ আবার অনেক সেপটিক ট্যাংকের নকশা ঠিক না থাকায় সেগুলো মেশিন দিয়ে পরিষ্কার করা যায় না৷

গত বছর ভারত সরকার ‘স্বচ্ছ ভারত অভিযান' কর্মসূচির আওতায় ২০২১ সালের আগস্টের মধ্যে হাত দিয়ে মল পরিষ্কার পুরোপরি বন্ধের ঘোষণা দিয়েছিল৷  তবে সরকারের এক প্রতিমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, গতমাসে পরিচালিত এক জরিপে ৬৬ হাজার ৬৯২ জন পরিষ্কারকর্মীর তথ্য পাওয়া গেছে যারা হাত দিয়ে মল পরিষ্কার করেন৷

দলিত সম্প্রদায়ের লোকেরা মূলত এই কাজটি করে থাকেন৷

তানিকা গডবোল, নতুন দিল্লি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য