কাগজ ব্যবহার করায় জার্মানির সমালোচনা
২৩ জানুয়ারি ২০১৯ব্যবসাবান্ধব বলে পরিচিত মুক্ত গণতন্ত্রী বা এফডিপি দল সরকারের কাগজ ব্যবহার সংক্রান্ত তথ্য জানতে চেয়েসংসদে প্রশ্ন উত্থাপন করেছিল৷ এর উত্তরে সরকার জানিয়েছে, ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার ১৪ কোটি ৮০ লক্ষ কাগজ ব্যবহার করেছে৷ আর সরকারের সব সংস্থার হিসেব ধরলে সংখ্যাটি ১২০ কোটি ছাড়িয়ে যাবে৷
সরকারের এখনো এত কাগজ ব্যবহারের সমালোচনা করেছেন এফডিপির রাজনীতিবিদ রোমান ম্যুলার-ব্যোম৷ প্রকাশনা গোষ্ঠী ‘ফুংকে মিডিয়েনগ্রুপে'কে তিনি বলেন, ইতিমধ্যে অনেক দেশে ফাইবার-অপটিক অবকাঠামো গড়ে উঠেছে এবং কাগজহীন সরকার পরিচালিত হচ্ছে৷
২০১৯ সালে এসে এখনো ফ্যাক্স মেশিন ব্যবহার করার জন্যও জার্মান সরকারের সমালোচনা করেছে এফডিপি৷
উল্লেখ্য, ডিজিটাল অবকাঠামো বিবেচনায় জার্মানি এখনো অনেক পিছিয়ে রয়েছে৷ দেশটির অনেক জায়গায় এখনো দ্রুতগতির ইন্টারনেট ও মোবাইল ফোন পৌঁছেনি৷
পরিস্থিতির উন্নতি করতে গত বছর আগস্টে সরকার ২ দশমিক ৪ বিলিয়ন ইউরোর একটি প্রাথমিক তহবিল গঠন পরিকল্পনা অনুমোদন করেছে৷ এর মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রসার ঘটানো হবে৷ এছাড়া স্কুলগুলোতে ডিজিটাল অবকাঠামো উন্নত করার চেষ্টা হবে৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)