পরিবেশ বাঁচাতে ঘাসের কাগজ!
২৯ মে ২০১৮ইন্টারনেটে কেনাকাটা করা সহজ হলেও পরিবেশবান্ধব নয়৷ কারণ তার ফলে মোড়কের স্তূপ তৈরি হয়৷ রিসাইক্লিং করা কাগজ ব্যবহার করলেও তার মধ্যে কাঠ থাকে৷ উভে দাগনোন এর বিকল্প খুঁজে পেয়েছেন৷ তাঁর তৈরি মোড়কের উপাদান কাঠ নয় – তিনি খড় ব্যবহার করছেন! এর সুবিধা হলো, জঙ্গলে কাঠের তুলনায় মাঠে অনেক দ্রুত ঘাস জন্মায়৷ তা থেকে ফাইবার বা তন্তু বার করতে হলে অনেক কম পরিমাণ পানি, জ্বালানি ও রাসায়নিকের প্রয়োজন হয়৷ উভে বলেন, ‘‘কিছুকাল আগে আমি কাগজ নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করে ভাবলাম, কীভাবে কম কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করে আরও টেকসইপদ্ধতিতে কাগজ তৈরি করা যায়? লক্ষ্য করলাম, উপর দিকে বাড়ার কারণে গাছের মধ্যে অনেক আঠার প্রয়োজন হয়৷ লিগনিন নামের সেই আঠা রাসায়নিক প্রক্রিয়ায় আলাদা করতে হয়৷ অন্যদিকে যে সব গাছপালা সমতলেই বেড়ে উঠে, তাদের অনেক কম লিগনিন লাগে৷ তাদের তন্তু অনেক দ্রুত আলাদা করা যায়৷’’
তার ফলে কাগজের ক্ষেত্রে টনপ্রতি প্রায় ৬,০০০ লিটার পানির সাশ্রয় হয়৷ শুকনো ঘাস ভালোভাবে পেষা হয়৷ প্রয়োজন অনুযায়ী তার মান স্থির করা হয়৷ তারপর সাধারণ কাগজ তৈরির প্রক্রিয়া প্রয়োগ করা হয়৷
উভে দাগনোন নানা ধরনের মোড়ক তৈরি করেছেন৷ ডাকে পাঠানোর জন্য সহজ ও হালকা মোড়ক থেকে শুরু করে শক্ত ও মজবুত পিচবোর্ডের বাক্সও তার মধ্যে রয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা সাধারণত উপকরণের মধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ ঘাসের তন্তু ব্যবহার করি৷ বাকিটা হয় পুরানো কাগজ অথবা কাঠের তাজা তন্তু৷ এই মুহূর্তে বড় আকারে আমরা উৎপাদন করতে পারছি৷ আমাদের ধারণা, ৭০ শতাংশ পর্যন্ত ঘাসের তন্তু ব্যবহার করা সম্ভব৷ কিন্তু সেটি প্রস্তুত করতে আরও সময় লাগবে৷’’
এরই মধ্যে বাজার করার ব্যাগ, ফল ও ডিম রাখার বাক্স তৈরি হয়ে গেছে৷ উভে বেশ কয়েকটি বড় সুপারমার্কেট কোম্পানিকে তাঁর আইডিয়া বেচতে পেরেছেন৷ ঠিক কোন ধরনের ঘাস এমন তন্তুর জন্য উপযুক্ত?
কোলন শহরের কাছে একটি খামার সেই ঘাস সরবরাহ করছে৷ অরগ্যানিক খাদ্যের চাষী গেয়র্গ হ্যোলার-এর গরুগুলি যে খড় খায় না, সেগুলি পেপার মিলে পাঠানো হয়৷ গেয়র্গ বলেন, ‘‘চাষের মরসুমের শেষে যে খড় তৈরি হয়, অনেক সময়ে প্রাণীদের সেটি চিবোতে বেগ পেতে হয়৷ সেই খড় কাগজ তৈরির কাজে লাগাতে পেরে আমরা খুশি৷ ঘাসের কাগজ উৎপাদনের লক্ষ্যে এই সহযোগিতা আমাদের কাছে দারুণ ব্যাপার৷’’
প্রাণীরা না খেলেও সেই খড় যত্ন করে বাছাই করে গুদামে রেখে শুকাতে হয়৷ উভে দাগনোন নিজে খড়ের মান পরখ করছেন৷ ১২ থেকে ১৩ শতাংশ আর্দ্রতা থেকে গেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়৷ এই ফসল পরীক্ষা পাস করেছে৷ তন্তুর মানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়৷ ঘাস যতদিন মাঠে থাকে, তত বেশি তন্তু সৃষ্টি হয় এবং সেটি তত সহজে প্রক্রিয়াজাত করা যায়৷ তাছাড়া কাঠ সাধারণত দূর থেকে আনাতে হয়৷ অথচ ঘাস কম খরচে কাছাকাছি পাওয়া যায়৷ উভে বলেন, ‘‘বড়জোর ৫০ কিলোমিটারের মধ্যে কাঁচামাল সংগ্রহ করাই আমাদের লক্ষ্য৷ সেই কাঁচামাল কাছাকাছি প্রক্রিয়াজাত করতে হবে৷ আঞ্চলিক স্তরে উৎপাদনের এই নীতির আওতায় আমরা বিকেন্দ্রীকরণ করছি৷ মাঠ থেকে কাগজ তৈরির চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে যত কম সম্ভব দূরত্ব রাখতে চাই৷’’
উভে-র সর্বশেষ উদ্ভাবন হলো ঘাসের কাগজ দিয়ে তৈরি কফির কাপ৷ সাধারণ কাগজের কাপের তুলনায় কফি পান করার পর এই পেয়ালা পুরোপুরি রিসাইকেল করা যায়৷ তার কাগজ যে মাঠে গজায়!
বরিস গাইগার/এসবি