একের পর এক রেকর্ড সেবাস্টিয়ান ফেটেল'এর থলিতে
৩১ অক্টোবর ২০১১জার্মানির ২৪ বছর বয়স্ক এই রেসার ইতোমধ্যে জয়ী হয়েছেন ১১টি রেসে৷ ল্যাপে এগিয়ে থাকার রেকর্ড ছিল এতদিন ব্রিটেনের নাইজেল ম্যানজেল'এর৷ সেবাস্টায়ান ফেটেল তাঁকে পরাস্ত করলেন এবার৷ ১৯৯২ সালে ম্যানজেল ৬৯২টি ল্যাপে লিড নিয়ে রেকর্ড করেন৷ ফেটেল'এর রেকর্ড ৭১১ ল্যাপে তাঁর আধিপত্য৷
ফর্মুলা ওয়ান রেসিং-এ আর এক জার্মান বিশ্বচ্যাম্পিয়ন মিশায়েল শুমাখার ২০০৪ সালে একই সিজনে ১৩ বার জিতে যে-রেকর্ড করেছিলেন তা ফেটেল ছুঁতে পারবেন যদি তিনি আবুধাবি এবং ব্রাজিলের গ্রঁ প্রি জেতেন৷
ফেটেল বলেন,‘‘জয়ের খিদে এখনও রয়ে গেছে আমাদের৷ মোটিভেশনের কোন অভাব নেই৷ আমার এই কাজটাকে আমি ভালবাসি৷ আমাদের গাড়িখানাও চমৎকার৷ গোটা দল উপভোগ করছে রেস৷ বলতে গেলে মরশুমের গোড়া থেকেই আমরা এগিয়ে রয়েছি৷ দারুণ এই অনুভূতি৷ প্রতিটি রেসই আমরা উপভোগ করছি৷''
বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ফেটেলের রেসিং'কে রেডবুল দলের প্রধান ক্রিস্টিয়ান হর্নার ইন্চি মাপা নিখুঁত বলে অভিহিত করেন৷ দ্বিতীয় স্থানের অধিকারী জেনসন বাটন'এর বিস্ময়মাখা প্রশ্ন - কীভাবে এই উড়ন্ত জার্মানকে থামানো যায়৷ বাটন বলেন, ও কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? আশা করি না৷ তবে রেড বুল আর সেবাস্টায়ানকে চ্যালেঞ্জ করাটা খুবই কঠিন কাজ৷ আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব৷''
ব্রিটেনের হ্যামিল্টন ভারতের এই গ্রঁ প্রিতে সপ্তম হন৷ আর ভারতের ফর্মুলা ওয়ান রেসার নায়ারন কার্তিকায়ন শেষ করেন ১৭তম অবস্থানে৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক