ভারতে ফর্মুলা ওয়ান রেসেও ফেটেলের জয় অব্যাহত
৩১ অক্টোবর ২০১১প্রচণ্ড গরম এবং ধুলার মধ্যে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে শুরু হয় ফর্মুলা ওয়ান রেস৷ ২৪ বছর বয়স্ক জার্মান ফেটেল নিঁখুতভাবে প্রতিটি ল্যাপ শেষ করেন৷ কোন একক সিজনে কোন রেসার এতগুলো ল্যাপ একসঙ্গে শেষ করেনি৷ এর আগে ১৯৯২ সালে নাইজেল ম্যানসেল তা শেষ করেছিলেন এবং তিনি ছিলেন রেকর্ডধারী৷ এবার এই রেকর্ড ভঙ্গ করলেন ফেটেল৷
পরপর দু বছর ফেটেল এবং তাঁর দল চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে নিলেন৷ ২০০৯ সালের চ্যাম্পিয়ন ব্রিটিশ জেনসন বাটন দ্বিতীয় হন রবিবারের রেসে৷ তিনি ফেটেলের পেছনেই ছিলেন এবং ফেটেল রেস শেষ করার ৮.৪ সেকেন্ড পর বাটন শেষ করেন তাঁর রেস৷ আর ফেরারির ফারনান্দো আলোনজো শেষ করেন ১৫.৮ সেকেন্ড পর৷
খেলা শেষ হবার ঘোষণার সাদা-কালো চেক পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার৷ পতাকা দেখেই ফেটেল আনন্দ এবং উল্লাসে চৎকার দিয়ে ওঠেন৷
রবিবারের এই রেস উপভোগ করেছে প্রায় ৯৫ হাজার দর্শক৷ এই রেসের পর ফেটেলের সংগ্রহে এখন ৩৭৪ পয়েন্ট, ম্যাকলারেনের বাটন পেয়েছেন ২৪০ এবং আলোনজো পয়েছেন ২২৭ পয়েন্ট৷
রেস শুরুর আগে ইন্ডি ফাইফহান্ড্রেড উইনার ড্যান ওয়েলডন এবং মোটোজিপির রেসার মার্কো সিমনচেলিকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ উল্লেখ্য, ফর্মুলা ওয়ান গ্রঁ প্রি ভারতে এবারই প্রথম আয়োজিত হল৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক