1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এই সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেবে এটা অসম্ভব’

২৪ নভেম্বর ২০২৩

বিএনপি ‘‘সরকারের ফাঁদে পা দিয়ে’’ আওয়ামী লীগের নির্বাচনকালীন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রেখেছে কিনা এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ’’এই সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন দিবে এটা অসম্ভব৷”

https://p.dw.com/p/4ZQZC
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোয়ের একটি দৃশ্যছবি: DW

বর্তমান রাজনৈতিক অবস্থা বিবেচনায় নির্বাচনে আসন্ন ফলাফল নিয়ে আসিফ নজরুল বলেন, ‘‘২০২৪ সালে আওয়ামী লীগ ৩০০ টার মধ্যে ৩০০ টাই পাবে৷ কয়েকটা আসন এদিক ওদিক বিলিয়ে দেবে৷ কিন্তু সেগুলোও তারই আসন৷''

‘‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়” টকশোতে ‘‘নির্বাচনের জন্য আহ্বান, লোভ ও চাপ” বিষয়ক আলোচনায় আলোচক হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল৷

অধ্যাপক হারুন-অর-রশিদ মনে করেন, ‘‘২০১৪-২০১৫ সালের বিধ্বংসী রাজনৈতিক কার্যক্রমের কারণে আজকে জনগণ থেকে বিএনপি বিছিন্ন হয়েছে৷'' 

২০১৮ সালের নির্বাচন কেমন হয়েছিল? সঞ্চালক খালেদ মুহিউদ্দীন জানতে চাইলে তিনি বলেন, ‘‘জনগণের ধারণা হলো ২০১৮ সালের নির্বাচন ফেয়ার হয়নি৷ এই নির্বাচন নিয়ে  দেশে ও বিদেশে প্রশ্ন বিদ্যমান আছে৷ তবে এখন সরকারের চ্যালেঞ্জ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা৷”

২০১৮ সালের নির্বাচনের শিক্ষা নিয়ে বিএনপির কি ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়া উচিৎ কিনা এই প্রশ্নের জবাবে হারুন-অর-রশিদ বলেন, ‘‘নির্বাচন নিরপেক্ষ হবে, বিএনপি আসলেও হবে, না আসলে আরও বেশি হবে৷'' 

কিন্তু সরকার কেন ভালো নির্বাচন দেবে? সঞ্চালকের এই সম্পূরক প্রশ্নের জবাবে অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ‘‘ইতিহাস কখনও পুনরাবৃত্তি হয় না৷ খেলায় প্রতিবার এক কার্ড চালা যায় না৷''

বিএনপির নির্বাচনে না আসার পেছনে কারণ হিসেবে আসিফ নজরুল মনে করেন, ‘‘বিএনপির ৫০ শতাংশ শক্তিশালী নেতা যারা নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করতে পারতো, তারা বর্তমানে জেল হাজতে৷''

আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশের রাজনৈতিক ন্যারেটিভ পরিবর্তন করে ফেলেছে বলে মনে করে আসিফ নজরুল৷

‘‘১৯৯৬ এ আওয়ামী লীগ যখন ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তখন তাকে আন্দোলন বলা হয়েছে৷ আর বর্তমানে বিএনপির আন্দোলনকে অগ্নিসন্ত্রাস হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে,'' যুক্ত করেন তিনি৷ 

‘‘সরকার ১৫ বছর ক্ষমতায় থাকার কারণে মিডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে,'' বলেও মনে করেন অধ্যাপক আসিফ নজরুল৷

‘‘বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে আসলে সরকারের নিপীড়নের শিকার হতে পারেন'' - আসিফ নজরুলের এমন মন্তব্যের জবাবে হারুন-অর-রশিদ বলেন, ‘‘আন্দোলন করতে হলে, নেতৃত্ব দিতে হলে নেতাকে সামনে থকতে হবে৷”

এসএইচ/এআই